স্বদেশ ডেস্ক:
বাংলাদেশের সামনে সুযোগ ছিল ইতিহাস গড়ার। তিন ম্যাচ টি-টোয়েন্টির শেষটি জিতলে প্রথমবারের মতো শ্রীলংকার বিপক্ষে সিরিজ ঘরে তোলার হাতছানি ছিল। তবে ব্যাটিং ব্যর্থতায় তা আর হলো কই? যদিও লংকান পেসার নুয়ান থুশারার হ্যাটট্রিকের পরও রিশাদ হোসেনের ব্যাটে স্বপ্ন দেখেছিল টাইগাররা। তবে শেষ পর্যন্ত ২৮ রানে হারতে হয়। যার ফলে সিরিজও ২-১ ব্যবধানে হেরেছে।
সিরিজ হেরে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘শুরুতে তারা যেভাবে ব্যাট করেছে, অসাধারণ। কিন্তু শেষ ৪-৫ ওভারে আমরাও ভালোভাবে কামব্যাক করেছিলাম। পরের ইনিংসে পুরো নিয়ন্ত্রণ নিয়েছে নুয়ান থুসারা, পুরো ক্রেডিটই তার। দুর্দান্ত বোলিং করেছে সে। তবে আমাদের আরও সতর্ক হয়ে ব্যাটিং করা দরকার ছিল, বিশেষ করে শুরুর ছয় ওভারে।’
পুরো সিরিজে টাইগার পারফরম্যান্স নিয়ে শান্ত বলেন, ‘যদি পুরো সিরিজের দিকে তাকান, আমরা ভালো ক্রিকেট খেলেছি। এই ম্যাচে বিশেষ করে রিশাদ, তাসকিন ও মেহেদীর ব্যাটি সত্যি খুশি হওয়ার মতো। এই সিরিজ থেকে আমরা অনেক আত্মবিশ্বাস পেয়েছি, কিন্তু ওয়ানডে ভিন্ন ফরম্যাট। তবুও আমাদের পুরো ভাবনা এখন সেদিকে।’
বাংলাদেশ-শ্রীলংকার ক্রিকেটাররা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে এরপর উড়াল দেবেন চট্টগ্রামে। সেখানে আগামী ১৩, ১৫ ও ১৮ মার্চ ম্যাচগুলো হবে।