শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৫:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফোর্বসের তালিকায় ৯ বাংলাদেশি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা একসময় বিশ্বে রোল মডেল হবে চাহিদার চেয়ে ২৩ লাখ কোরবানির পশু বেশি আছে : মন্ত্রী ২০২৪-২৫ অর্থবছরে এডিপির সর্বোচ্চ ৩৮৮০৯ কোটি টাকা বরাদ্দ পাচ্ছে এলজিইডি বিদেশী সাহায্যপ্রাপ্ত প্রকল্পগুলো দ্রুত সম্পন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর দুবাইয়ে বিদেশীদের গোপন সম্পদের পাহাড়, তালিকায় ৩৯৪ বাংলাদেশীও সেলিম প্রধানকে জরিমানা, প্রার্থিতা বাতিলের নির্দেশ বহাল ফের আটকে গেলো এলিভেটেড এক্সপ্রেসওয়ের অর্থ ছাড় উপজেলা নির্বাচন জনগণের সাথে প্রতারণা করার নির্বাচন : রিজভী মালয়েশিয়ার হুমকি : হামাস নেতাদের সাথে আনোয়ারের ছবি ফেরাল ফেসবুক
বরিশালের কাছে হেরে প্লে অফ থেকে ছিটকে গেল ঢাকা, তিনে তামিমরা

বরিশালের কাছে হেরে প্লে অফ থেকে ছিটকে গেল ঢাকা, তিনে তামিমরা

স্বদেশ ডেস্ক:

হারের বৃত্ত থেকে বের হতে পারছে না ঢাকা। টানা পরাজয়ের লজ্জার রেকর্ডটা টেনে নিয়েই যাচ্ছে রাজধানীর দলটা। সেই যে আসরের প্রথমদিন জয় পেয়েছিল, এরপর টানা নয় ম্যাচে হারলো তারা। আজ হেরেছে ফরচুন বরিশালের কাছে। সেই সাথে প্লে অফ থেকেও ছিটকে গেল তারা।

বুধবার দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় দুর্দান্ত ঢাকা ও ফরচুন বরিশাল। চট্টগ্রামের জহির আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাট করে ৬ উইকেটে ১৮৬ রান করে বরিশাল। জবাবে এলেক্স রক্স ৮৯ রানের ইনিংস খেললেও ৮ উইকেটে মাত্র ১৫৯ রান পর্যন্ত পৌঁছায় ঢাকা। বরিশালের জয় ২৭ রানে।

এই জয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠে এল বরিশাল। চট্টগ্রামকে পেছনে ফেলেছে তারা। ৯ ম্যাচে সমান ১০ পয়েন্ট হলেও রেটিংয়ে এগিয়ে আছে বরিশাল। বিপরীতে ১০ ম্যাচে ৯ হারে সবার আগে বিদায়ঘণ্টা বেজে গেছে ঢাকার।

এদিন ঢাকার ইনিংসের পুরোটা জুড়েই ছিলেন রক্স। বাকিদের ব্যাটিং ছিল দৃষ্টিকটু। রক্স ছাড়া আর কেউ পারেননি ১২ রানের বেশি করতে৷ দারুণ বল করেছেন সাইফুদ্দিন ও খালেদ আহমেদ। দুজনেই নেন ৩টি করে উইকেট।

আগের ম্যাচগুলোয় দারুণ ব্যাট করা নাইম শেখ ও সাইফ হাসানও ছিলেন ব্যর্থ। নাইম ৪ বলে ১০ ও সাইফ করেন ২ রান। নতুন আসা রসিংটন আউট হন ২ বলে ৪ রানে। দীর্ঘদিন পর একাদশে ফেরা মোসাদ্দেক ১০ বল খেলে ৮ রানের বেশি করতে পারেননি। তাসকিন করেন ১০ রান। আরেক বিদেশী শন উইলিয়ামসের ব্যাটে আসে ১২ রান।

এর আগে চট্টগ্রামে আগে ব্যাট করতে নেমে দারুণ সূচনা পায় ফরচুন বরিশাল। অধিনায়ক তামিম ইকবাল সম্মুখ থেকেই নেতৃত্ব দেন দলকে। উদ্বোধনী জুটিতে ৮.২ ওভারে আসে ৭৬ রান। ১৩.২ ওভারের মাঝে আর কোনো উইকেট না হারিয়ে স্কোরবোর্ডে যোগ হয় ১২৪ রান।

শেহজাদ পারেননি তামিমকে সঙ্গ দিতে৷ ফেরেন ২২ বলে ২৪ করে আলাউদ্দিন বাবুর বলে৷ তামিমও ফেরেন বাবুর বলেই, তবে ততক্ষণে তুলে নেন ফিফটি৷ ১৩.৩ ওভারে তামিম যখন আউট হন, তার নামের পাশে তখন ৪৫ বলে ৭১ রান।

তামিম আউট হলে থমকে যায় রানের গতি। ১০ বলে ১৩ করে মাহমুদউল্লাহ রিয়াদ সেই বাবুর শিকার হন। ২৩ বলে ২৮ রানে আউট হন সৌম্য সরকার। মুশফিক ও মিরাজকে একই ওভারে ফেরান তাসকিন। মুশফিক ১ রান করলেও মিরাজ ফেরেন ০ রানে। শোয়েব মালিক শেষ পর্যন্ত খেললেও ১০ রানের বেশি করতে পারেননি।।

তবে বরিশালের সংগ্রহ ১৮৬ রান পর্যন্ত পৌঁছান সাইফুদ্দীন। শেষ ওভারে শরিফুলের শেষ ৫ বল থেকে জোড়া চার-ছক্কায় ২২ রান তুলেন তিনি। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৬ বলে ২৩ রানে! স্ট্রাইকরেট ছিল তার ৩৮৩.৩!

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877