স্বদেশ ডেস্ক:
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি জেনারেল কাসেম সোলায়মানির হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন। তিনি জানান যে ইরানের এলিট কুদস ফোর্সের প্রধান সোলায়মানিকে হত্যার সাথে ইসরাইল জড়িত ছিল। তবে হামলার ঠিক আগ দিয়ে তারা সরে যায়। ২০২০ সালের প্রথম দিকে ইরাকে এক মার্কিন হামলায় তিনি নিহত হন।
ফক্স নিউজকে সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট বলেন, “আমরা যখন সোলায়মানিকে হত্যা করার সিদ্ধান্ত নেই, তখন ধারণা করা হচ্ছিল যে ইসরাইল আমাদের সাথে থাকবে। কিন্তু কাজটি করার দুদিন আগে তারা বলল, ‘আমরা তা করতে পারব না। আমরা তা করতে পারব না।’ আমি বললাম, ‘কী?’ আমরা করতে পারব না।’
ট্রাম্প বলেন, ‘তারপর আমি এক জেনারেলের সাথে কথা বলি। তিনি দারুণ। আমি বললাম, ‘তাহলে জেনারেল, আমরা নিজেরাই কি কাজটি করতে পারব?’ তিনি বললেন,’ আমরা পারব স্যার। সিদ্ধান্ত নেয়ার মালিক আপনি।’ আমি বললাম, ‘আমরা কাজটি করব।’
ট্রাম্প বলেন, ‘তবে ইসরাইল ছিল এর অংশ। আপনি জানেন যে বিবি [বেনিয়ামিন নেতানিয়াহু] ছিলেন এর অংশ। আমরা সবকিছুর পরিকল্পনা করেছিলাম। কারণ [সোলায়মানি] যা করছিলেন, তা ছিল ভয়ঙ্কর। তিনি আমাদের অনেক সৈন্যকে হত্যা করেছিলেন। অনেক লোককে মেরেছেন।’
ট্রাম্প জোর দিয়ে বলেন, গত সপ্তাহে জর্ডানে তিন মার্কিন সৈন্যকে হত্যার যে হামলা ইরানি মিলিশিয়ারা করেছে, তা আমি থাকলে কখনোই হতো না।’
তিনি জোর দিয়ে বলেন, তার প্রশাসনের সময় বড় ধরনের উত্তেজনা এড়ানোর জন্য যেকোনো হামলার আগে তেহরানকে বিষয়টি সম্পর্কে অবগত করত ওয়াশিংটন।
২০২১ সালের এক্সিয়স প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প বলেছিলেন যে তিনি আশা করেছিলেন, ইসরাইল ও নেতানিয়াহু ওই অভিযানে আরো বেশি সক্রিয় হবে। তিনি বলেন, ‘ইসরাইল ঠিক কাজটি করেনি।’
ইরানি জেনারেল সোলায়মানি মধ্যপ্রাচ্যের বিভিন্ন শিয়া মিলিশিয়া গ্রুপকে অস্ত্র, প্রশিক্ষণ দিতে সহায়তা করতেন।
মধ্যপ্রাচ্যে মার্কিন সৈন্য নিহতের পেছনে এসব গ্রুপ দায়ী বলে যুক্তরাষ্ট্র মনে করে।
সূত্র : টাইমস অব ইসরাইল