বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ০৪:১৫ পূর্বাহ্ন

কলকাতার গণমাধ্যমকর্মীদের মুখোমুখী হয়ে যা বললেন বুবলী

কলকাতার গণমাধ্যমকর্মীদের মুখোমুখী হয়ে যা বললেন বুবলী

স্বদেশ ডেস্ক:

টালিগঞ্জের ছবিতে অভিষেক হতে চলেছে অভিনেত্রী শবনম বুবলীর। ‘ফ্লাশব্যাক’ নামের ছবিটি পশ্চিমবঙ্গের হলেও এটির পরিচালক ও চিত্রনাট্যকার বাংলাদেশের। এটি নির্মাণ করছেন রাশেদ রাহা এবং গল্প, চিত্রনাট্য ও সংলাপ রচয়িতা খায়রুল বাসার নির্ঝর।

fnxhnj
‘ফ্লাশব্যাক’ সিনেমার সংবাদ সম্মেলনে বুবলী

এরইমধ্যে ছবিটি নিয়ে গতকাল রবিবার দক্ষিণ কলকাতার সাউথ সিটিমলে হয়ে গেল সংবাদ সম্মেলন।

 প্রথমবার সীমানা পেরিয়ে ভারতের গণমাধ্যমকর্মীদের মুখোমুখী হলেন বুবলী। এ সময় তার সঙ্গে ছিলেন উপস্থিত ছিলেন টালিউডের আলোচিত অভিনেতা সৌরভ। ছিলেন নির্মাতা রাশেদ রাহাসহ অন্যান্য কুশীলবরাও। 

xnxfn
কলকাতার গণমাধ্যমকর্মীদের মুখোমুখী বুবলী ও সৌরভ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সংবাদ সম্মেলনের বেশকিছু ছবি প্রকাশ করেছেন বুবলী।

কলকাতার গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানিয়ে বুবলী লিখেছেন, ‘আমাকে সুন্দরভাবে স্বাগত জানানোর জন্য কলকাতার সম্মানিত সাংবাদিকদের ধন্যবাদ জানাচ্ছি। কৃতজ্ঞতা এই ভালোবাসা ও সম্মান জানানোর জন্য।’ 

fgcnh
নির্মাতা রাশেদ রাহা সঙ্গে বুবলী 

সেখানে গণমাধ্যমের মুখোমুখী হয়ে বুবলী বলেন, ‘২০২৪ সালে আমার সিনেমার যাত্রা শুরু হচ্ছে টালিউড ইন্ডাট্রির ছবি দিয়ে। এই ইন্ডাস্ট্রিতে এটা আমার প্রথম ছবি।

এমন একটি ছবিতে কাজের মাধ্যমে বছর শুরু হওয়া সৌভাগ্যের। সবকিছু মিলে মনে হচ্ছে বিশেষ কিছুই হতে যাচ্ছে।’ 

‘ফ্লাশব্যাক’ সিনেমায় এক চলচ্চিত্র নির্মাতার চরিত্রে অভিনয় করবেন বুবলী। ছবিতে ওপার বাংলার গুণী অভিনেতা-পরিচালক কৌশিক গাঙ্গুলীর সঙ্গে অভিনয় করবেন বুবলী, আরো আছেন সৌরভ দাস।

fxng
‘ফ্লাশব্যাক’ সিনেমার টিমের সঙ্গে বুবলী 

সিনেমার গল্প প্রসঙ্গে খায়রুল বাসার নির্ঝর জানান, ছবির গল্পে কৌশিক গাাঙ্গুলী থিয়েটার জগতের নামকরা ব্যক্তিত্ব অঞ্জন।

বহুদিন ধরে মঞ্চ থেকে দূরে থাকলেও অঞ্জন বাস্তবে মোটেও অভিনয় ছাড়েনি। সৌরভ দাস ওরফে ডিকে ভবঘুরে মানুষ। শবনম বুবলীর পর্দা নাম শ্বেতা। 

কলকাতার পাশাপাশি ভারতের পাহাড়ি এলাকায় হবে শুটিং। ‘এ ব্লু হোয়েল এন্টারটেইনমেন্ট’ ও ‘বিগ আর এন্টারটেইনমেন্ট’-এর প্রযোজনায় চলতি বছরই ভারতে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে, জানিয়েছেন পরিচালক রাশেদ রাহা। শুটিংয়ে অংশ নিতে এরই মধ্যে কলকাতায় হাজির হয়েছেন বুবলী।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877