সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ০৭:৫২ অপরাহ্ন

নতুন মন্ত্রিসভায় ৪ নারী

নতুন মন্ত্রিসভায় ৪ নারী

স্বদেশ ডেস্ক:

সরকারের নতুন মন্ত্রিসভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী মিলিয়ে মোট সদস্য ৩৬ জন। গতকাল বুধবার (১০ জানুয়ারি) রাতে মন্ত্রিপরিষদসচিব মাহবুব হোসেন নতুন মন্ত্রিসভার ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রীর নাম ঘোষণা করেন। এর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ নারী রয়েছেন ৪ জন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন মন্ত্রিসভায়  ২৫ মন্ত্রী, ১১ জন প্রতিমন্ত্রী। ২৫ জন মন্ত্রীর মধ্যে দুই নারী। একজন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তিনি। আরেকজন শিক্ষামন্ত্রী দীপু মনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি চাঁদপুর-৩ আসন থেকে বিজয়ী হয়েছেন।
এদিকে এবার প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন দুই নারী সংসদ সদস্য। এদের মধ্যে সিমিন হোসেন রিমি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের মেয়ে। তিনি গাজীপুর-৪ (কাপাসিয়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। অন্যদিকে অধ্যাপক রুমানা আলী টুসি গাজীপুর-৩ আসন থেকে নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন।

নতুন মন্ত্রীরা আজ বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে শপথ নেবেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন। শপথগ্রহণ শেষে নবনিযুক্ত মন্ত্রিপরিষদের সদস্যরা নিজ নিজ শপথবাক্যে স্বাক্ষর করবেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877