স্বদেশ ডেস্ক:
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের গাজার রেজল্যুশন বাস্তবে পরিণত করা দরকার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাসচিব টেড্রোস আডানোম গেব্রিয়াসিস এ কথা জানিয়েছেন। তিনি বলেন, গাজার মানুষের জন্য কথা নয়, কাজ করতে হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বৃহস্পতিবার এসব কথা বলেছেন তিনি। ওই পোস্টে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাসচিব টেড্রোস আডানোম গেব্রিয়াসিস গাজার মানুষদের দুর্দশা নিয়ে বলেন, দিনের পর দিন গাজার যুদ্ধ-বিধ্বস্ত মানুষের প্রয়োজন বাড়ছে। বিপদ, অসুস্থতা, ক্ষুধা, তৃষ্ণা, আশ্রয়ের অভাব- এগুলো লাখ লাখ মানুষের দৈনন্দিন জীবনে অংশ হওয়া উচিত নয়। তবে দুঃখের বিষয়, তা-ই হয়েছে।
গাজা ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কর্তৃক গৃহীত সাম্প্রতিক প্রস্তাবের কথা উল্লেখ করে তিনি বলেন, ডব্লিউএইচও এবং আমাদের অংশীদারদের এই চাহিদাগুলো পূরণের জন্য উত্তর এবং দক্ষিণ গাজায় অতিরিক্ত মিশন হাতে নিয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যদের জরুরিভাবে তাদের গৃহীত এ রেজল্যুশন- গাজায় সংঘাত এবং মানবিক করিডর বাস্তবে পরিণত করতে হবে।
তিনি আরও বলেন, ‘গাজার জনগণের আজ কথা নয়, কাজে তার বাস্তবায়ন প্রয়োজন।’
এ সময় ডব্লিউএইচও মহাসচিব জোর দিয়ে বলেন, ‘সর্বোপরি তাদের এখন যুদ্ধবিরতি দরকার।’