স্বদেশ ডেস্ক:
গুয়াতেমালায় গণতন্ত্র বাধাগ্রস্ত করার অভিযোগে দেশটির ১০০ সংসদ সদস্যসহ ৩০০ জনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এই নিষেধাজ্ঞা ঘোষণা করেছে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, মধ্য আমেরিকার সবচেয়ে জনবহুল দেশটিতে ৩০০ জনের বিরুদ্ধে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করার অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। তাদের মধ্যে ১৬০ জনই ক্ষমতাসীন দলের সদস্য। ভিসা বিধিনিষেধের আওতায় আসা ব্যক্তিদের মধ্যে বেসরকারি খাতের প্রতিনিধি এবং তাদের পরিবারের সদস্যরা রয়েছেনতাদের সবার ওপরই যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা বহাল করা হয়েছে।
মার্কিন নীতি অনুসারে এই ব্যক্তিদের পরিচয় প্রকাশ করা হয়নি। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, ‘আমরা বিশ্বাস করি, এই ব্যক্তিরা গুয়াতেমলার গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্তের সঙ্গে জড়িত।’
পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, ‘গুয়েতেমালার জনগণ কথা বলেছে। তাদের কণ্ঠকে সম্মান করতে হবে।’