শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৪:৫৫ পূর্বাহ্ন

গাড়ি দুর্ঘটনায় আহত ব্যক্তির প্রাণ বাঁচিয়ে প্রশংসায় ভাসছেন মোহাম্মদ শামি

গাড়ি দুর্ঘটনায় আহত ব্যক্তির প্রাণ বাঁচিয়ে প্রশংসায় ভাসছেন মোহাম্মদ শামি

স্বদেশ ডেস্ক:

বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স করে প্রশংসা পাওয়া শুরু, সেই প্রশংসা যেন শেষই হচ্ছে না। সুন্দর সব কাজ করে মুগ্ধ করে চলেছেন ভারতীয় পেসার মোহাম্মদ শামি। এবার তিনি গাড়ি দুর্ঘটনায় আহত ব্যক্তির প্রাণ বাঁচিয়ে প্রশংসা কুড়াচ্ছেন।

রোববার হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরাখণ্ড অঙ্গরাজ্যের শহর নৈনিতালে। সেখানকার হিল রোডে শামির গাড়ির সামনে আরেকটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে এবং একজন ব্যক্তি আহত হন। তখন শামি-সহ সেখানে উপস্থিত সবাই ওই আহত মানুষটিকে উদ্ধার করেন। এ সময় শামিকে তার বিশেষ যত্ন নিতে দেখা যায়।

এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়লেই প্রশংসিত হতে থাকেন ভারতীয় পেসার। সূত্র জানায়, এদিন নৈনিতালের সেন্ট মেরি কনভেন্ট স্কুলের একটি অনুষ্ঠানে অংশ নিতে এসেছিলেন শামি। তার ভাগ্নি ওই স্কুলের ছাত্রী। পাশাপাশি ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সাথেও এদিন দেখা করেন শামি। তখনই তার গাড়ির সামনে আরেকটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে।

এই ভিডিওটি মোহাম্মদ শামিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন এবং ক্যাপশনে লিখেছেন, ‘ওই ব্যক্তি সত্যিই খুব ভাগ্যবান এবং আল্লাহ তাকে নতুন জীবন দিয়েছেন।’

শামি আরো লেখেন, ‘নৈনিতালের পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছিলাম। সেই সময়ে আমার গাড়ির সামনে এই ব্যক্তির গাড়ি পাহাড় থেকে নিচে পড়ে যায়। আমি এবং উপস্থিত সব ব্যক্তি এই ব্যক্তিকে নিরাপদভাবে উদ্ধার করে আনি।’

উল্লেখ্য, বিশ্বকাপে সাতটি ম্যাচ খেলে ২৪টি উইকেট নেন মোহাম্মদ শামি। এর মধ্যে রয়েছে তিনটি ফাইফারও। তার সেরা বোলিং নিউজিল্যান্ডের বিরুদ্ধে। সেমিফাইনালে কিউয়িদের বিরুদ্ধে ১০ ওভার বল করে ৫৭ রান দিয়ে নিয়েছেন ৭ উইকেট। এছাড়াও আরো দুটি ফাইবার আসে গ্রুপ পর্বে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বিরুদ্ধে। তার এই বিধ্বংসী বোলিং দেখে তাকে স্টেডিয়াম উপহার দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এছাড়াও তার বোলিংয়ের প্রশংসা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। ড্রেসিংরুমে গিয়ে তার কাঁধে টেনে নেন শামিকে। সেই ভিডিও-ও গোটা বিশ্ব ভাইরাল। সূত্র : হিন্দুস্তান টাইমস

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877