স্বদেশ ডেস্ক:
পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, দেশের অবস্থা এখন খুবই ভালো। দেশে নির্বাচনের জোয়ার বইছে। সব শ্রেণি-পেশার লোক ‘আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব’ এতে বিশ্বাস করে। আমরাও বিশ্বাস করি, দেশে সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে। এজন্য যা যা করার আমরা সব করেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করেছি, যারা সুষ্ঠু সুন্দর নির্বাচনের দায়দায়িত্বে আছেন। তারা তাদের দায়িত্ব সম্পন্ন করবেন।
শুক্রবার দুপুর ২টার দিকে সিলেটের হজরত শাহজালাল (রহ.) -এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, বিদেশীরা খামাখা অনেক সময় ত্যক্ত করে। তবে তারা যদি ভালো উপদেশ দেয়, আমরা সেটা গ্রহণ করব। যদি আমাদের অধিকার খর্ব হয়ে যায়, আমরা জানি কিভাবে তাদের প্রতিহত করতে হয়। ভয় পাবেন না। আমরা বিজয়ী জাতি। ১৯৭১ সালেও অনেকে আমাদের সাথে ছিল না। কিন্তু আমরা প্রমাণ করেছি আমরা যে- বিজয়ী জাতি, ওদের সাহায্যের প্রয়োজন নেই। তবে একটি কথা আমরা বলতে চাই, আমেরিকা খুবই বাস্তববাদী সরকার। দে বিলিভ ইন ডকট্রিন অব রিয়্যালিটি। তারা জিনিসটা ঘটে গেলে তখন সমর্থন দেয়। ১৬ ডিসেম্বরে আমরা বিজয় অর্জন করলাম। তারপর জাতিসঙ্ঘের সদস্যপদের জন্য যখন আমরা প্রস্তাব করি, আমেরিকা সেই প্রস্তাবে ১৫ বার সমর্থন দিয়েছে। চীনসহ অন্য দেশ ভেটো দিয়েছে, কিন্তু আমেরিকা যেহেতু দেখেছে বাংলাদেশ হয়ে গেছে। সুন্দর সরকার এসেছে, আমাদের সাপোর্ট দিয়েছে। এবারো তাই হবে, তারা আমাদের সাপোর্ট দেবে। আমরা সেই আশাই করি।
অনেক দল নির্বাচনে আসার জন্য ফরম কিনছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, অনেক দল যারা আগে বলেছিল নির্বাচনে আসবে না, তারা এখন নির্বাচনের ফরম কিনতেছে। এটি গুড নিউজ। আমরা চাই সব দলের মতের লোক নির্বাচনে আসুক।
বিএনপির উদ্দেশে মন্ত্রী বলেন, বিএনপি গত কয়েক দিনে ৩৭৮টি গাড়ি জ্বালিয়েছে। প্রায় সাড়ে ৩ শ’র মতো বিভিন্ন স্থাপনা ধ্বংস করেছে। এসব করে দেশের নেতৃত্বে আসা যায় না। এই অভ্যাস বাদ দিয়ে জাতির কাছে মাফ চেয়ে নির্বাচনে আসেন। আপনাদের মোস্ট ওয়েলকাম, সাদরে আহ্বান জানাব। দেশে আপনাদের কোনো সমর্থন আছে কি না, সেটা প্রমাণ করেন।