বুধবার, ২৯ মে ২০২৪, ১২:৫০ অপরাহ্ন

২৮ অক্টোবরের পর মামলা-গ্রেপ্তার কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

২৮ অক্টোবরের পর মামলা-গ্রেপ্তার কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বদেশ ডেস্ক:

২৮ অক্টোবরের পর সারাদেশে মামলা ও গ্রেপ্তার আগের তুলনায় কমেছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আপনারা বলছেন মামলা বেড়ে গেছে, আমার কাছে তথ্য আছে, পুলিশ ও জেলখানার পরিসংখ্যান রয়েছে। ২৮ অক্টোবরের আগে সারাদেশে প্রতিদিন দুই হাজারের কাছাকাছি বিভিন্ন অভিযোগে আসামিরা জেলে যেতেন। আবার দুই হাজারের কাছাকাছি ছাড়া পেতেন। আর ২৮ অক্টোবরের পরে এ সংখ্যা কমে আসছে। এখন গড়ে প্রতিদিন ১ হাজার ৮১৬ জন জেলে যাচ্ছেন। এর নানাবিধ কারণ হতে পারে।’

সাংবাদিকরা সঠিক তথ্য তুলে ধরছেন না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনারা যারা ভুয়া সংবাদ দিচ্ছেন, যে আমরা যাকে পাই তাকে ধরছি। সেটি কিন্তু সঠিক নয়।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘২৮ অক্টোবরের আগে সারাদেশে প্রতিদিন ৫৬৫টি মামলা হতো। কিন্তু এখন পর্যন্ত ৪৩৮টি মামলা হয়েছে। ১২৭টির মতো মামলা কমেছে। আমি আপনাদের ধারণাটা দিলাম, তারা যে বলছে রাজনৈতিক মামলায় যাকে পাচ্ছি, তাকে ধরছি, বিএনপির নেতাদের ধরছি, মামলা করছি—এটা কিন্তু সঠিক নয়।’

প্রসঙ্গত, সরকার পদত্যাগের এক দফা দাবিতে রাজধানীর নয়াপল্টনে গত ২৮ অক্টোবর মহাসমাবেশের আয়োজন করে বিএনপি। ওই দিন সমাবেশ শুরুর আগেই রাজধানীর বিভিন্ন স্থানে সংঘর্ষ হয়। হতাহতের ঘটনাও ঘটে। এরপর বিএনপির শীর্ষ পর্যায় থেকে তৃণমূল পর্যন্ত গ্রেপ্তার শুরু হয়। গ্রেপ্তার থেকে বাঁচতে বিএনপি নেতাকর্মীদের অনেকেই ‘আত্মগোপনে’ চলে যান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877