শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চ্যাটজিপিটি-গুগল বার্ডকে টেক্কা দিতে ‘এক্সএআই’ নিয়ে হাজির মাস্ক

চ্যাটজিপিটি-গুগল বার্ডকে টেক্কা দিতে ‘এক্সএআই’ নিয়ে হাজির মাস্ক

স্বদেশ ডেস্ক:

চ্যাটজিপিটি ও গুগলের বার্ডকে টেক্কা দিতে স্পেসএক্স, টুইটার ও বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার সিইও ইলন মাস্ক চালু করেছেন চ্যাটবট ‘এক্সএআই’। গতকাল বুধবার ইলন মাস্ক তার নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি এক্সএআই চালু করেন।

বিগত কয়েক মাস প্রযুক্তি বিশ্বে রীতিমতো ঝড় তুলেছে কৃত্তিম বুদ্ধিমত্তা সম্পন্ন চ্যাটবট ‘চ্যাটজিপিটি’। চ্যাটজিপিটি সবকিছুরই উত্তর দিতে পারে। সঠিকভাবে কমান্ড করলে সম্পূর্ণ একটি বই বা সিনেমার চিত্রনাট্য বা গানও রচনা করে দেয়। তবে, এখনও বেশকিছু ক্ষেত্রে চ্যাটজিপিটির সমস্যা রয়েছে। ব্যবহারকারীরা প্রায়ই বিভিন্ন সমস্যায় পড়ছেন। এর সমালোচনা করে নতুন এক্সএআই চ্যাটবটটি চালু করলেন ইলন মাস্ক।

এক্সএআইয়ের ওয়েবসাইটে বলা হয়, ‘মাস্ক তার অন্য কোম্পানি থেকে আলাদাভাবে নতুন এই চ্যাটবটি চালাবেন। প্রযুক্তিটি টুইটারসহ তার অন্য ব্যবসাগুলোর উপকারে আসবে। এক্সএআইয়ের লক্ষ্য হলো মহাবিশ্বের প্রকৃত সত্যকে বুঝতে পারা।’

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে মাস্ক বলেন, ‘নতুন কোম্পানির লক্ষ্য ছিল বাস্তবতা বুঝতে পারা এবং সবচেয়ে বড় প্রশ্নগুলোর সঠিক উত্তর দেওয়া।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877