স্বদেশ ডেস্ক:
গেল ক’দিন ধরে নেটদুনিয়া ও শোবিজে গুঞ্জন রটেছে- মা হচ্ছেন চিত্রনায়িকা পূর্ণিমা! বিষয়টি নজরে এসেছে এই নায়িকার। আর এমন সংবাদে ভীষণ বিব্রত ও ক্ষুব্ধ ‘মনের মাঝে তুমি’র এই নায়িকা। তিনি জানান, খবরটি সম্পূর্ণ ভুয়া।
পূর্ণিমার ভাষ্য, ‘মা হওয়ার খবরটি আমি কেন লুকিয়ে রাখব। এটি তো আনন্দের সংবাদ। অনেকগুলো সংবাদে দেখলাম, আমার মা হওয়ার খবর। আমি মা হচ্ছি অথচ আমিই জানি না- এটা কেমন কথা। খবরটি সম্পূর্ণ ভুয়া।’
ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘কে বা কারা এই সংবাদটি ছড়িয়েছে, তা আমার জানা নেই। তবে কাজটি ভালো হয়নি। একের পর এক সাংবাদিক ফোন করে যাচ্ছে। কেউ কেউ তো অভিনন্দনও জানাচ্ছেন। বিষয়টি আমার জন্য বিব্রতকর। যারা এই ভুয়া সংবাদটি প্রকাশ করেছে, তারা কি একটিবারও আমার সঙ্গে যোগাযোগ করেছেন। না, তারা কেউই যোগাযোগ করেনি। আমি তো সবার ফোনই ধরি। তাহলে কেন এমন মিথ্যা সংবাদ প্রকাশ করল তারা? এমন সংবাদ শুনে আমি নিজেই অবাক হয়েছি।’
এদিকে, গেল মঙ্গলবার ছিল পূর্ণিমার জন্মদিন। এদিন অসংখ্য সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি। শুধু তাই নয়, চলতি বছর ক্যারিয়ারে ২৫ বছর পূর্ণ করেছেন এই নায়িকা। লম্বা সময়ের এই ক্যারিয়ারে সাফল্যের পাল্লা বেশ ভারী।