স্বদেশ ডেস্ক:
দিনাজপুরের বিরামপুরে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই চালকই নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন বাসের কমপক্ষে ১২ জন যাত্রী। আজ রোববার সকাল ৬টায় উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দিওড় বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাসচালক বীরগঞ্জ উপজেলার কবিরাজহাট এলাকার গোলাম রাব্বানী (৩৬) ও পিকআপ ভ্যানচালক ব্রাহ্মণবাড়িয়া জেলার আজাদ (৩৮)।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।