শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৯:১৬ পূর্বাহ্ন

পবিত্র আশুরা আজ

স্বদেশ ডেস্ক:

আজ মঙ্গলবার ১০ মহরম, পবিত্র আশুরা। কারবালার শোকাবহ ঘটনাবহুল এ দিনটি মুসলমানদের কাছে ধর্মীয়ভাবে তাৎপর্যময়। বিশেষ পবিত্র দিবস হিসেবে দিনটি পালন করে মুসলিম বিশ্ব। আশুরা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বাণী দিয়েছেন। এ উপলক্ষে আজ সরকারি ছুটি। হিজরি ৬১ সনের ১০ মহরম মহানবী হজরত মুহম্মদের (স) দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা) তার পরিবার এবং অনুসারীসহ সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন। নফল রোজা, নামাজ, জিকির-আসকারের মধ্য দিয়ে ধর্মপ্রাণ মুসলমানরা দিনটি পালন করবেন। এ ছাড়া বিভিন্ন ধর্মীয় সংগঠন দেশব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে। মসজিদ, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। পুরান ঢাকার হোসেনি দালানসহ বিভিন্ন স্থান থেকে শিয়া সম্প্রদায়ের উদ্যোগে বের করা হবে তাজিয়া মিছিল। দিবসটি উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও বেসরকারি টিভি চ্যানেলগুলো বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে; সংবাদপত্রগুলো প্রকাশ করেছে বিশেষ নিবন্ধ।

এদিকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া আশুরা উপলক্ষে তাজিয়া শোক মিছিলে নিñিদ্র নিরাপত্তাব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। রাজধানীর বড় কাটারা ইমামবাড়া, খোজা শিয়া ইসনুসারী ইমামবাড়া এবং বিবিকা রওজায় পর্যাপ্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবার তাজিয়া মিছিলে বোজিয়ে ছুরি, তলোয়ার ও লাঠিখেলা নিষিদ্ধ করা হয়েছে। ডিএমপি কমিশনার ইতোমধ্যে জানিয়েছেনÑ নিরাপত্তার স্বার্থে এসব নিষিদ্ধ থাকবে। সেই সঙ্গে তাজিয়া মিছিলে ১২ ফুটের বড় নিশান, ব্যাগ, টিফিন ক্যারিয়ার বহন এবং আগুনের ব্যবহার করা যাবে না। মাঝপথে কেউ মিছিলে অংশ নিতেও পারবেন না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877