বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ০৯:১৮ অপরাহ্ন

নিউইয়র্কের ব্রঙ্কসে বারী রেস্টুরেন্টের বর্ণাঢ্য উদ্বোধন

নিউইয়র্কের ব্রঙ্কসে বারী রেস্টুরেন্টের বর্ণাঢ্য উদ্বোধন

স্বদেশ ডেস্ক: নিউইয়র্কের ব্রঙ্কসে বাঙালী মালিকানায় বারী রেস্টুরেন্টের গ্র্যান্ড ওপেনিং হয়েছে গত ২২ মার্চ বুধবার বিকেলে। এদিন ব্রঙ্কসের ১৪১২ ক্যাসেল হিল এভিনিউ এলাকায় এই ব্যবসা প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজন করা হয় মিলাদ ও দোয়া মাহফিলের। পরে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরফলে একই ছাদের নিচে এখানে চালু হয়েছে রেস্টুরেন্ট, পার্টি হল, সুপার মার্কেট ও হোম কেয়ার সেবা। অনুষ্ঠানে বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়া মিলাদ ও দোয়া পরিচালনা করেন। পরে বারী হোম কেয়ার ও রেস্টুরেন্টের প্রেসিডেন্ট আসেফ বারী টুটুল ও চেয়ারপারসন হাসিনা মুনমুন বারী কমিউনিটি নেতৃবৃন্দকে নিয়ে ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় আরও শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাবাজার জামে মসজিদের উপদেষ্টা মোহাম্মদ এন মজুমদার ও সভাপতি ডা. আবদুস সবুর প্রমুখ।
অনুষ্ঠানে নিউইয়র্ক সিটির ব্যবসায়ী, রাজনীতিবিদ, সাংবাদিক, কমিউনিটি এ্যাক্টিভিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বারী হোম কেয়ার ও রেস্টুরেন্টের সিইও আসেফ বারী (টুটুল) বারী রেস্টুরেন্টের সফলতা কামনা করে বলেন, একই ছাদের নিচে এখানে রেস্টুরেন্ট, পার্টি হল, সুপার মার্কেট ও হোম কেয়ার সেবা চালু করতে পেরে মহান আল্লার নিকট শুকরিয়া আদায় করছি। তিনি বলেন, শুধু ব্যবসায়িক উদ্দেশ্যে নয়, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা এই ব্যবসা প্রতিষ্ঠান চালু করেছি। এতে করে কমিউনিটির মানুষ উপকৃত হবে।
বারি হোম গ্রুপের চেয়ারপারসন হাসিনা মুনমুন বারী অনুষ্ঠানে যোগদানের জন্য সকলের প্রতি বিশেষ কৃজ্ঞতা জানিয়ে বলেন, নিউইয়র্কে আমরা বাংলাদেশীরা একটি পরিবারের মতো। আমাদের নতুন এই ব্যবসার সাফল্য কামনায় আপনাদের দোয়া চাই।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877