স্বদেশ ডেস্ক:
পিটিআই প্রধান তার সমর্থকদের রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ইমরান খান ভিডিও বার্তায় বলেছেন, পুলিশ আমায় গ্রেপ্তার করতে এসেছে। তারা ভাবছে আমি গ্রেপ্তার হওয়ার পর জাতি ঘুমিয়ে পড়বে। আপনাদের এটি ভুল প্রমাণ করতে হবে।
এদিকে এর আগে ইমরানের বাসভবনের বাইরে পুলিশের সঙ্গে ইমরানের সমর্থকদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। অভিযোগ, সমর্থকরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়েছে। এরপর সমর্থকদের হটাতে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে।
ইমরান খানের বাসভবন ঘিরে রাখা পুলিশ দলের নেতৃত্ব দিচ্ছেন ডিআইজি শাহজাদ বুখারি। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, ‘আমরা ওয়ারেন্ট মেনে এসেছি। আমরা এ মামলার বিস্তারিত জানি। কিন্তু এই নিয়ে বিস্তারিত আলোচনা করতে পারি না।’
ইমরান খানকে গ্রেপ্তারের পর কোথায় নিয়ে যাওয়া হবে, সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে বুখারি বলেন, ‘আগে তাকে গ্রেপ্তার করি, এরপর আমরা মিডিয়াকে জানাব।’