মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০৯:৩৯ পূর্বাহ্ন

৫ কোটি মানুষ সাশ্রয়ী মূল্যে খাদ্যসামগ্রী পাবে: বাণিজ্যমন্ত্রী

৫ কোটি মানুষ সাশ্রয়ী মূল্যে খাদ্যসামগ্রী পাবে: বাণিজ্যমন্ত্রী

স্বদেশ ডেস্ক:

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘যেসব পণ্য আমাদের আমদানি করতে হয়, সেটি কিন্ত সারা পৃথিবীতে বেড়েছে। এই কথা বিবেচনা করে আমাদের প্রধানমন্ত্রী এক কোটি পরিবার অর্থাৎ ৫ কোটি মানুষকে তেল, চিনি, ডাল এবং রজমান মাস উপলক্ষে খেজুর ও ছোলা দিচ্ছেন সাশ্রয়ী দামে। আমরা আশা করছি রমজান মাসের জন্য আমাদের যে খাদ্যসামগ্রী দরকার, সেটা পুরাপুরি আমাদের হাতে আছে।’

আজ শুক্রবার বিকেলে চাঁদপুর শহরের বাবুরহাট পুলিশ লাইন্স অডিটরিয়ামে সেবা প্রকল্প উদ্বোধনের দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘একটি বিষয় আপনাদেরকে বলতে হবে- সেটা হচ্ছে রমজান মাস আসার আগেই সবাই যেন হুমড়ি খেয়ে না পড়ে একসঙ্গে কেনার জন্য। কারণ পণ্য সরবারের একটি পর্যায়ক্রম থাকে। কেউ যদি মনে করে একসঙ্গে কিনে জমা রখাবে, তাহলে একটি চাপ পড়ে যায়। আমাদের সব কিছু পর্যাপ্ত মজুদ আছে, দাম বাড়ার কোনো কারণ নেই। শুধুমাত্র একসঙ্গে কেনারর বিষয়টি পরিহার করতে হবে।’

বাজার তদারকি সম্পর্কে টিপু মুনশি বলেন, ‘ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তাদের লোকজন নিয়ে বাজার মনিটরিং করছেন এবং করবেন। তাদের কাজে সহযোগিতার জন্য বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকদের অনুমতি দেওয়া আছে এবং র‌্যাব-পুলিশও সহযোগিতা করবে। যেখানে কেউ খাদ্যদ্রব্য মজুদ করার চেষ্টা করবে, সেখানে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

অনুষ্ঠানে মন্ত্রী কয়েকজন হতদরিদ্র নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণ এবং পুলিশ লাইন্সে গাছের চারা রোপণ করেন। চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ, পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) চাঁদপুর শাখার সভানেত্রী ডা. আপসান শর্মী, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877