স্বদেশ ডেস্ক:
রাজধানীর সিদ্দিকবাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের পর সাত তলা ভবনে ফাটল দেখা দিয়েছে। এ কারণে উদ্ধারকাজ বন্ধ করে দিয়েছে ফায়ার সার্ভিস।
আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে মাইকিং করে উদ্ধারকাজ বন্ধের ঘোষণা দেওয়া হয়। ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অপারেশন) মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এ ঘোষণা দেন। তিনি বলেন, ইঞ্জিনিয়াররা এসে পর্যবেক্ষণ করবেন। তারা জানানোর পর আবার উদ্ধারকাজ শুরু হবে। জানা গেছে, বিস্ফোরণের পর উদ্ধার কাজে অংশ নেয় ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। মোট পাঁচটি অ্যাম্বুলেন্সে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। আজ বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে একটি ভবনে বিস্ফোরণের পর বেড়েই চলেছে লাশের সংখ্যা। এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছে বলে জানা গেছে।