বুধবার, ২২ মে ২০২৪, ১২:৩৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
পর্যটক সামলাতে দেয়াল তুলছে জাপান ঢাবিতে গোলাম মাওলা রনির ওপর হামলা টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল যুক্তরাষ্ট্র, একাদশে যারা আজিজ আহমেদের ওপর মার্কিন ভিসানীতি প্রয়োগ হয়নি: ওবায়দুল কাদের অস্ট্রেলিয়ায় বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে কৃষি খাতে ফলন বাড়াতে অস্ট্রেলিয়ার প্রযুক্তি সহায়তা চান প্রধানমন্ত্রী ভিকারুননিসায় ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, অনিয়ম তদন্তের নির্দেশ ৩০ শতাংশের বেশি ভোট পড়ে থাকতে পারে : সিইসি সাবেক সেনাপ্রধানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা যে বার্তা দিচ্ছে শিয়ালের টানাহেঁচড়া দেখে মাটি খুঁড়ে পাওয়া গেল এক নারী ও দুই শিশুর লাশ
জীবিকার তাগিদে প্রবাসে গিয়ে ১ সপ্তাহের মধ্যে লাশ হলেন নুরনবী

জীবিকার তাগিদে প্রবাসে গিয়ে ১ সপ্তাহের মধ্যে লাশ হলেন নুরনবী

স্বদেশ ডেস্ক:

জীবিকার তাগিদে প্রবাসে গিয়ে এক সপ্তাহের মধ্যে লাশ হলেন মিরসরাইয়ের মো: নুরনবী (৪০)। ভাগ্যের নির্মম পরিহাস গত ২২ ফেব্রুয়ারি ওমান যান তিনি।

আজ বুধবার (১ মার্চ) সকালে কর্মস্থলে যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন নুরনবী।

তিনি মিরসরাই উপজেলার ১৪নং হাইতকান্দি ইউনিয়নের ৭নং ওয়ার্ড মধ্যম কুরুয়া হাজি মনিরুজ্জামান বাড়ির মরহুম আমির হোসেনের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, পরিবারের সদস্যদের মুখে হাসি ফুটাতে গত ২২ ফেব্রুয়ারি ওমানে পাড়ি জমান নুরনবী। বুধবার তিনি প্রথমদিন কাজে যাওয়ার পথে সড়কে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। নুরনবীর মৃত্যুর খবরে বাড়িতে শোকের মাতম চলছে।

একই এলাকার বাসিন্দা ওমান প্রবাসী মো: বাবুল জানান, আমরা একই রুমে থাকতাম। বুধবার প্রথম দিন সকালে কাজে যাওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হলে নুরনবীকে হাসপাতালে নেয়া হয়। এ সময় সেখানে কর্তৃব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ এখনো ওই হাসপাতাল মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ দেশে ফেরত আনা হবে। এতে কয়েকদিন সময় লাগতে পারে।

১৪নং হাইতকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, নুরনবীর মৃত্যুর খবর শুনে খুব খারাপ লাগছে। পরিবারের ভাগ্য ফেরাতে মাত্র এক সপ্তাহ আগে প্রবাসে পাড়ি জমান নুরনবী। তার মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে পড়লো।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877