স্বদেশ ডেস্ক:
নিউইয়র্কে মিনিমাম ওয়েইজ বা ন্যূনতম মজুরি কত হবে তা নিয়ে গভর্নর ক্যাথি হোকুল এবং প্রগ্রেসিভ বিভিন্ন সংগঠনের মধ্যে রশি টানাটানি শুরু হয়েছে। গভর্নরের প্রস্তাব অনুযায়ী ন্যূনতম মজুরি প্রতি বছর সর্বোচ্চ ৩% হারে বাড়ানো যাবে। এতে ২০২৬ সাল নাগাদ ঘন্টাপ্রতি ন্যূনতম মজুরি দাঁড়াবে ১৬.৩৯ ডলার। এই হারে মজুরি বাড়ালে তা স্টেইটের কর্মসংস্থান পরিস্থিতির ওপর কোন নেতিবাচক প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন গভর্নরের মুখপাত্র জাস্টিন হেনরি। বিভিন্ন বাণিজ্যিক সংগঠনগুলো হোকুলের এই প্রস্তাবে সমর্থন জানিয়েছে। তবে প্রগেসিভ মতাদর্শের রাজনৈতিক সংগঠনগুলো গভর্নরের বদলে স্টেইট সিনেটর জেসিকা রামোসের দেয়া প্রস্তাবের সঙ্গে সংহতি প্রকাশ করেছে।
কুইন্স থেকে নির্বাচিত এই ডেমোক্র্যাটের প্রস্তাব অনুযায়ী আগামী বছরের মধ্যে নিউইয়র্ক সিটির মিনিমাম ওয়েইজ ২.২৫ ডলার বাড়াতে হবে। জেসিকার প্রস্তাবে ২০২৬ সাল নাগাদ সিটিতে ঘন্টাপ্রতি ন্যূনতম মজুরির পরিমাণ দাঁড়াবে ২১.২৫ ডলার। এরপর থেকে প্রতিবছর লেবার প্রোডাক্টিভিটি ইনডেক্সের সঙ্গে সামঞ্জস্য রেখে মিনিমাম ওয়েইজ বৃদ্ধির প্রস্তাবও দিয়েছেন স্টেইট সিনেটর রামোস।
তবে তার প্রস্তাবে নিউইয়র্ক সিটির তুলনায় সাবার্ব এবং আপস্টেইটে ন্যূনতম মজুরি বৃদ্ধির হার অপেক্ষাকৃত কম হবে। জেসিকার এই প্রস্তাবে কো-স্পন্সর হয়েছেন স্টেইট সিনেটের ১৯ সদস্য। ২০১৯ সালে নিউইয়র্ক দেশের প্রথম স্টেইট হিসেবে ঘন্টাপ্রতি ন্যূনতম মজুরি ১৫ ডলারে উন্নীত করেছিলো। বর্তমানে ওয়াশিংটন এবং ক্যালিফোর্নিয়ায় মিনিমাম ওয়েইজ নিউইয়র্কের তুলনায় বেশি।