রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৬:১৭ অপরাহ্ন

প্রশংসায় ভাসছেন সামান্থা

প্রশংসায় ভাসছেন সামান্থা

স্বদেশ ডেস্ক:

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। গত বছর নানা জটিলতার মধ্য দিয়ে পার করেছেন তিনি। মায়োসাইটিস নামে এক জটিল রোগে ভোগেন। সামান্থার পরবর্তী সিনেমা আসছে ‘শকুন্তলম’। সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন এ নায়িকা। সম্প্রতি সিনেমার ট্রেলার মুক্তির পর ভূয়সী প্রশংসা পাচ্ছেন সামান্থা।

টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে, সিনেমাটির জন্য সামান্থা ৭ কোটি রুপি পারিশ্রমিক চেয়েছিলেন। ‘শকুন্তলম’ সিনেমার জন্য ১৫০ দিন বরাদ্ধ দিয়েছিলেন সামান্থা। তবে পারিশ্রমিক নেন মাত্র আড়াই কোটি। সামান্থা দক্ষিণী সিনেমার সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের তালিকায় দ্বিতীয়। এর আগে সিনেমার জন্য সর্বোচ্চ পারিশ্রমিক নিয়েছেন ৫ কোটি রুপি! তা হলে এ সিনেমার জন্য অর্ধেক পারিশ্রমিক কেন নিলেন সামান্থা?

এক প্রতিবেদনে জানা যায়, ‘শকুন্তলম’ সিনেমা সামান্থাকে আরও খ্যাতি এনে দেবে, এটাই তার বিশ্বাস। এ জন্য স্বেচ্ছায় সর্বনিম্ন পারিশ্রমিক নিয়েছেন। সিনেমার ট্রেলার মুক্তি অনুষ্ঠানে সামন্থা বলেছিলেন, ‘জীবনে যতই সংগ্রামের মুখোমুখি হই না কেন, কখনো একটি জিনিস বদলাবে না। আর তা হলো চলচ্চিত্র। আমি চলচ্চিত্রকে যতটা ভালোবাসা দিয়েছি, চলচ্চিত্রও আমাকে ততটা ফিরিয়ে দিয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ‘শকুন্তলম’ এই ভালোবাসা বহু গুণে বাড়িয়ে দেবে।’ ‘শকুন্তলা’ অবলম্বনে মিথলজিক্যাল ড্রামা ঘরানার এ সিনেমার চিত্রনাট্য রচনা করেছেন পরিচালক।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877