স্বদেশ ডেস্ক:
বুলগেরিয়ায় একটি পরিত্যক্ত একটি ট্রাকের ভেতরে ১৮টি লাশ পাওয়া গেছে। মৃতদের মধ্যে একটি শিশুও রয়েছে। বুলগেরিয়ার পুলিশ এর সাথে জড়িত সন্দেহে চারজনকে গ্রেফতার করেছে। ট্রাকটি করে অবৈধ অভিবাসীদের পাচার করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। বুলগেরিয়ার ইতিহাসে এটি অভিবাসীবিষয়ক সবচেয়ে ভয়াবহ প্রাণহানির ঘটনা।
বুলগেরিয়ার স্বাস্থ্যমন্ত্রী বলেন, ট্রাক থেকে উদ্ধার করে পাঁচ শিশুসহ ৩৪ ব্যক্তিকে হাসপাতালে নেয়া হয়েছে। তাদের কারো কারো অবস্থা খুবই খারাপ।
তিনি বলেন, ট্রাকের ভেতরটা ছিল খুবই ঠান্ডা। আর বেঁচে যাওয়ার জানিয়েছেন, তারা কয়েক দিন ধরে কোনো খাবার পাননি।
তুরস্ক থেকে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত কোনো দেশে পাড়ি দিতে দীর্ঘ দিন ধরেই অবৈধ অভিবাসীরা বুলগেরিয়া অতিক্রম করে।
ট্রাকটি বুলগেরিয়ার রাজধানী সোফিয়া থেকে ১২ মাইল উত্তর-পূর্ব দিকে লোকোরস্কো গ্রামের কাছে পাওয়া গেছে।
স্বাস্থ্যমন্ত্রী আসেন মেদঝিদিয়েভ বলেন, ট্রাকে অক্সিজেনের অভাব ছিল। বাইরে থেকে তালাবদ্ধ থাকায় তারা বের হতে পারেনি।
পুলিশ ধারণা করছে, ট্রাকে থাকা অনেকে আফগানিস্তান থেকে এসেছে। তাদেরকে অবৈধভাবে সার্বিয়ায় নিয়ে যাওয়া হচ্ছিল।
সূত্র : বিবিসি