স্বদেশ রিপোর্ট ॥ নিউইয়র্কে সিলেট সদর থানা এসোসিয়েশনের আমেরিকা ইনকের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে. নিউ ইয়র্ক শহরের ম্যানহাটানে অবস্থিত ঐতিহ্যবাহী সেন্ট্রাল পার্কে হাজারো সিলেটি প্রবাসীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে এই বনভোজন প্রাণবন্ত হয়ে উঠে.. বনভোজনে খাওয়া দাওয়ার পাশাপাশি গান, খেলাধুলা,রাফেল ড্র অনুষ্টিত হয়. পরিশেষে বনভোজন আহবায়ক কমিটির আহবায়ক সুফিয়ান খান, প্রধান সমন্বয়কারী হাজী এনাম, সদস্য সচিব এস এম গোলাম রব্বানী চৌধুরী, সিলেট সদর থানা এসোসিয়েশন আমেরিকা ইনকের সভাপতি আব্দুল মালেক লায়েক, সাধারণ সম্পাদক দুরুদ মিয়া রনেল শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এবং বনভোজনকে সবার উপস্থিতির মাধ্যমে সফল করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।