মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৫ অপরাহ্ন

নিউইয়র্কের বিমানবন্দরে সজলকে পেয়ে আপ্লুত মিলা

নিউইয়র্কের বিমানবন্দরে সজলকে পেয়ে আপ্লুত মিলা

স্বদেশ ডেস্ক:

সজল ঈদে বেশ ব্যস্ত সময় পার করেছেন। ফোন দিলেই বেজে যায় ধরেন না। পরে ব্যাক করে দুঃখ প্রকাশ করেই শুটিং এ যেঁ ছিলেন সে কথা জানান। অবশ্য ঈদকে কেন্দ্র করে ব্যস্ত সময় পার করতেই হয়। কারণ ব্যাক টু ব্যাক অনেক নাটক থাকে। তাই একটু অবসর পেলেই ঘুরে সময়টা কাজে লাগাতে হবে।

সম্প্রতি সজল উড়াল দিলেন নিউইয়র্কে। জন এফ কেনেডে বিমান বন্দরে পা দেওয়ার অভিজ্ঞতাটা সজলের মুখ থেকে শোনা যাক, ‘নিউ ইয়র্কে আসলে দুজন মানুষের চেহারা আমি অবশ্যই এয়ারপোর্টে দেখতে পাই। একজন তুই মিলা হোসেন। আরেকজন রোমানা। (যাকে জানাইনি এবার নিউইয়র্ক আসছি.. surprise! ) এমন বিরল বন্ধুত্ব সৌভাগ্যবানদের কপালে জোটে।’

অবশ্য সোশ্যাল হ্যান্ডেলে সজলের যুক্ত করা একটি ভিডিও দেখেই বোঝা গেল মিলা ও সজলের বন্ধুত্ব। জন এফ কেনেডি বিমানবন্দরে অপেক্ষা করছিলেন মিলা। সজলকে দেখতে পেয়ে দৌঁড়ে এসে জড়িয়ে ধরেন। সজলও তাঁকে বাহুবন্ধনে ধরে ফেলেন। পুরনো বন্ধুত্ব তো হয় তো তাই। দীর্ঘদিন ধরে নিউ ইয়র্কে থাকেন মিলা।

মিলা শোবিজে এক সময় বেশ সরব ছিলেন। তাঁকে অনেকে চেনেন লাক্স তারকা হিসেবে। ২০০০ সালে লাক্স ফটো সুন্দরী হয়েছেন। তারপর থেকেই অত্যন্ত সুনামের সঙ্গে মিডিয়া জগতে কাজ করছেন। তিনি মিলা হোসেন।

২০০১ থেকে টেলিভিশনের নিয়মিত শিল্পী তালিকায় তার নাম উঠে। আফজাল হোসেন, মাহফুজসহ অনেকের সঙ্গেই টিভি নাটকে অভিনয় করেছেন। দোয়েলের ডানা শালিকের শীষ, সম্পর্কের জালসহ অনেক জনপ্রিয় টিভি নাটকে অভিনয় করেছেন। সূত্র : কালের কণ্ঠ

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877