স্বদেশ ডেস্ক: পাবনার সাঁথিয়ায় এক কৃষকের সহযোগিতায় ইচ্ছের বিরুদ্ধে বাল্যবিবাহ থেকে রক্ষা পেলেন অষ্টম শ্রেণির মাদ্রাসাছাত্রী। পরিস্থিতি বেগতিক দেখে বরপক্ষ আর কাজী গেলেন পালিয়ে। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার গৌরিগ্রামে এ ঘটনা ঘটে।
সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হালিম জানান, শুক্রবার বিকেলে উপজেলার গৌরিগ্রাম থেকে একজন কৃষক হটলাইন ৩৩৩ নম্বরে ফোন করে এক অষ্টম শ্রেণির ছাত্রীকে বাল্যবিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ জানান।
এ খবর পেয়ে উপজেলা নির্বাহী (ইউএনও) অফিসার আব্দুল হালিম পুলিশসহ ওই বিয়ে বাড়িতে উপস্থিত হন। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বরপক্ষ ও কাজী মোক্তার হোসেন পালিয়ে যান।
এ সময় বিয়ের কনে মাদ্রাসাছাত্রী রিনা খাতুন জানায়, তার মতামত উপেক্ষা করে অভিভাবকরা তাকে বিয়ে দিচ্ছিলেন। সে লেখাপড়া করতে চায়। পরে ওই ছাত্রীর বাবা তার মেয়েকে ১৮ বছর পূরণের আগে বিয়ে দেবেন না বলে ইউএনও এর কাছে মুচলেকা দেন।
ইউএনও আরও জানান, মোক্তার হোসেন নামে এক কাজী তথ্য গোপন করে বিয়ে রেজেস্ট্রি করতে চেয়েছিলেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়াসহ বাল্যবিয়ে বন্ধে এ রকম অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।