স্বদেশ ডেস্ক:
সাড়ে তিন ঘণ্টা পর ময়মনসিংহের সাথে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। রোববার বেলা ১১টা ২০ মিনিটের দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে সকাল ৮টার দিকে বলাশপুরে চট্রগ্রামগামী ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে করে ময়মসিংহের সাথে চট্রগ্রাম-নেত্রকোনা-জারিয়ার ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। ময়মনসিংহ রেল স্টেশনের স্টেশন সুপারিন্টেন্ডেন্ট নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সাড়ে তিন ঘণ্টা পর ময়মনসিংহের সাথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সকালে ময়মনসিংহ থেকে ছেড়ে যাওয়া চট্রগ্রামগামী ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের একটি বগি বলাশপুর এলাকা লাইনচ্যুত হয়। এতে করে ময়মসিংহের সাথে চট্রগ্রাম-মোহনগঞ্জ-জারিয়ার যোগাযোগ বন্ধ হয়ে যায়। উদ্ধার কাজ শেষে ট্রেন স্বাভাবিক হয়েছে। তিনি আরো বলেন, বগি লাইনচ্যুতির ঘটনায় ঢাকাগামী হাওর এক্সপ্রেস গৌরীপুর রেলওয়ে স্টেশনে ও ঢাকা থেকে ছেড়ে আসা জারিয়াগামী বলাকা এক্সপ্রেস ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে আটকা পড়েছিল। এছাড়া অন্য লোকাল ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ার কথাও জানান তিনি।