স্বদেশ ডেস্ক:
বরগুনা জেলা ছাত্রদলের সভাপতি ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে শহরে পুলিশ অভিযান চালিয়ে তাদের দু’জনকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে বরগুনা জেলা বিএনপির আহবায়ক মো: মাহাবুবুল আলম ফারুক মোল্লা জানান, গতকাল রাতে আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয় সড়ক থেকে ছাত্রদলের সভাপতি সজীব ও যুগ্ম সাধারণ সম্পাদক প্রিন্সকে পুলিশ গ্রেফতার করেছেন। মূলত ১০ ডিসেম্বর ঢাকার মহাসমাবেশ বাধাগ্রস্ত করতে বরগুনা জেলার সবস্থানে পুলিশ নেতা কর্মীদের গ্রেফতার করতে সরকারের বিশেষ নির্দেশনায় অভিযান চালাচ্ছে।
এ বিষয়ে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ আলী আহম্মেদ বলেন, নাশকতার মামলায় দীর্ঘদিন পলাতক থাকায় বরগুনা জেলা ছাত্রদলের সভাপতি ফয়জুল মালেক সজীব ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আকবর সোবাহান প্রিন্সকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।