শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৬:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
হেরেও আল্লাহর প্রতি সন্তুষ্ট রিজওয়ান

হেরেও আল্লাহর প্রতি সন্তুষ্ট রিজওয়ান

স্পোর্টস ডেস্ক:

মোহাম্মদ রিজওয়ানের ধর্ম চর্চার কথা সর্ব মহলেই সবার জানা। আনন্দ-বেদনা, সুখ-দুঃখ সব কিছুই তিনি প্রকাশ করেন প্রভুর দরবারেই। সর্বাবস্থাতেই তিনি কৃতজ্ঞ মহান সৃষ্টিকর্তার প্রতি। যেমন এবার শিরোপা জয়ের দোরগোড়া থেকে ব্যর্থ হয়ে ফিরেও সন্তুষ্টি জ্ঞাপন করেছেন আল্লাহর প্রতি।

ইংল্যান্ডের কাছে শিরোপার লড়াইয়ে হেরে স্বাভাবিকভাবেই মন খারাপ বাবর-রিজওয়ানদের। সবাই যখন নানা পন্থায় দুঃখ ভুলতে ব্যস্ত, রিজওয়ান তখন মহান প্রভুর শরণাপন্ন। ম্যাচ শেষে নিজের টুইটারে একটি স্ট্যাটাস দিয়েছেন। যেখানে তিনি আল্লাহর সন্তুষ্টি জ্ঞাপন করেন। সেই সাথে সমর্থকদের সমর্থনের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন।

মোহাম্মদ রিজওয়ান টুইটারে লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আমরা মাথা উঁচু করে ছিলাম। আমরা সবসময় আল্লাহর সন্তুষ্টিতে সন্তুষ্ট থাকি। আমরা জাগ্রত চোখে স্বপ্ন দেখবো এবং শ্রেষ্ঠত্বের জন্য কঠোর পরিশ্রম করে যাব, ইনশাআল্লাহ। অকুণ্ঠ সমর্থনের জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সব সৃষ্টিকর্তার ইচ্ছা।’

এর আগে অবিশ্বাস্যভাবে সেমিফাইনালে উঠে পাকিস্তান। এরপর যখন নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে, পুরো দল যখন নাচ-গানে বিভোর, তখন রিজওয়ান লিখেন-

‘আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। তিনি আমাদের কাছে কী চান? তিনি চান আমরা পরিশ্রম করে যাই, আর উনার উপর ভরসা রাখি। উনি আমাদের জন্য সব সহজ করে দিবেন।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877