স্বদেশ ডেস্ক:
অধিনায়ক কেন উইলিয়ামসনের ঝড়ো ৩৫ বলে ৬১ রানের ইনিংসে ১৮৫ রানের বড় সংগ্রহ পেয়েছে নিউজিল্যান্ড। আজ অ্যাডিলেডে আয়ারল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে কিউইদের ওপেনিং জুটিতেই আসে ৫২ রান। ১৮ বলে ৩২ রান করেন ফিন এলেন। ১১.২ ওভারে ফিরেন ডেভন কনওয়ে, করেন ৩৩ বলে ২৮ রান। মূলত অপর প্রান্ত থেকে ঝড়ো গতিতে রান আসায় কনওয়ের ধীর ইনিংসেও সমস্যা হয়নি নিউজিল্যান্ডের।
এইদিন ইনিংস বড় করতে পারেননি গ্লেন ফিলিপস, ফিরেছেন ৯ বল থেকে ১৭ রানে। ফিলিপস ফেরার পর ডেরিয়েল মিচেলকে নিয়ে ৬০ রানের জুটি গড়ে তোলেন উইলিয়ামসন। জশুয়া লিটিলের প্রথম শিকার হয়ে উইলিয়ামসন ফিরেন ১৯তম ওভারের দ্বিতীয় বলে। পরের দুই বলে জিমি নিশাম ও মিচেল সান্টনারকে শূন্য রানে ফেরাম লিটিল। সেই সাথে গড়ে ফেলেন ক্যারিয়ারের প্রথম হ্যাট্রিক।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসের ষষ্ঠ হ্যাট্রিকের মালিক বনে গেছেন জশুয়া লিটিল। চলতি বিশ্বকাপের দ্বিতীয় হ্যাট্রিক এটি। এর আগে গ্রুপপর্বে শ্রীলঙ্কার বিপক্ষে হ্যাট্রিকের দেখা পেয়েছেন আরব আমিরাতের কার্থিক মিয়াপ্পান। সেই সাথে হ্যাট্রিক করার পথে আরো একটি রেকর্ড গড়েছেন জশুয়া, আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এক বছরে সর্বোচ্চ উইকেট শিকারী বোলার এখন তিনিই। উইকেট সংখ্যা ৩৯। এই বছরই সন্দীপ লামিচানে নিয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ উইকেট।
জশুয়ার হ্যাট্রিকে শেষ ২ ওভারে মাত্র ১২ রান সংগ্রহ করতে পারে কিউইরা। ফলে শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৮৫ রানেই থেমেছে তাদের ইনিংস। জয়ের জন্য আয়ারল্যান্ডকে করতে হবে ১৮৬ রান।