শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৯:১০ পূর্বাহ্ন

মেহেরপুরে দীপাবলি উপলক্ষ্যে প্রদীপ প্রজ্জলন অনুষ্ঠিত

মেহেরপুরে দীপাবলি উপলক্ষ্যে প্রদীপ প্রজ্জলন অনুষ্ঠিত

স্বদেশ ডেস্ক:

‘জ্বালাও আলো, আপন আলো সাজাও আলো ধারিত্রীরে’ এই প্রতিপদ্য নিয়ে মেহেরপুরে শুভ দীপাবলি উপলক্ষ্যে আলোচনা সভা ও প্রদীপ প্রজ্জলন অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর অন্তিম ধাম মহাশ্মশান কমিটির উদ্যোগে রবিবার রাতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অন্তিম ধাম মহাশ্মশান প্রাঙ্গণে শুভ দীপাবলির আলোচনা ও প্রদীপ প্রজ্জলর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
অভিজিৎ বসু। অনুষ্ঠানে জুমের মাধ্যমে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। উদ্বোধক ও বিশেষ অতিথি হিসেবে প্রদীপ প্রজ্জলনের উদ্বোধন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।

অনুষ্ঠানে শ্বাশত্ব নিপ্পনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নবনির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. আব্দুস সালাম, জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, পিপি পল্লব ভট্টাচার্য, অ্যাড. মিয়াজান আলী প্রমুখ। পরে প্রদীপ জ্বালিয়ে দীপাবলীর অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877