শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৯:১০ পূর্বাহ্ন

নিউইয়র্কে আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএ’র পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) কনভেনশন

নিউইয়র্কে আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএ’র পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) কনভেনশন

স্বদেশ রিপোর্ট: নিউইয়র্কে আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএ আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) কনভেনশন ২০২২ গত ২১ অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। জ্যামাইকার তাজমহল পার্টি হলে যথাযথ ধর্মীয় মর্যাদায় উৎসবমুখর পরিবেশে এদিন মাগরিব থেকে রাত ১১ টা পর্যন্ত এ কনভেনশন অনুষ্ঠিত হয়। পর্দা সহকারে মহিলা সহ বিপুল সংখ্যক মুসল্লী এতে যোগদান করেন। মাহফিলে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন হযরত মাওলানা শাহসুফী সৈয়দ সাইফউদ্দিন আহমেদ আল হাসানী ওয়াল হোসাইনী মাইজভান্ডারী। কীনোট স্পীকার ছিলেন তরুণ ইসলামিক চিন্তাবিদ, লেখক ও গবেষক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মাওলানা মুহাম্মদ এমদাদুল হক।


আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএ’র কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা সৈয়দ জুবায়ের আহমদের সভাপতিত্বে এবং সহ সভাপতি মাওলানা আতাউর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএ’র মহাসচিব আলহাজ্ব মোহাম্মদ সেলিম উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন মসজিদ আল নুরের ডাইরেক্টর প্রফেসর আল্লামা ক্বারী গোলাম রাসুল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি আলহাজ্ব মুহাম্মদ ইকবাল হোসেইন, প্রচার সম্পাদক মাওলানা শেখ মো. মোস্তফা কামাল প্রমুখ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সৈয়দ হেলাল উদ্দিন মাহমুদ, আলহাজ মো. আসলাম হাবীব, হাজী এসকান্দর মিয়া, আরিফ চৌধুরী, মুরাদুল আলম চৌধুরী, মো. ইউসুফ আলী, মোস্তফা কামাল, হাজী মো. মাহবুবুর রহমান, সফিকুর ইসলাম কুসুমপুরী, শাহআলম, ওসমান গনি তালুকদার, শাহ জাকারিয়া, আলহাজ নজমুল খান, মো. মাহবুব, আব্দুল হক, সৈয়দ ইসহাক আলী, মো. শাহজাহান, আকিকুর রহমান ফারুক ও বদরুল হক, কমিউনিটি এক্টিভিস্ট গিয়াস আহমেদ, মনির আহমেদ, সৈয়দ বশারত আলী, কাজী নয়ন, আবু তাহের, নুরুল আজিম, কাজী সাখাওয়াত হোসেন আজম, আব্দুর রহমান, আব্দুর রহীম, মো. ইমতিয়াজ, মাসুদ সিরাজী, খোরশেদ খন্দকার, মাওলানা নূরুন নবী, পুলিশ অফিসার হাসনাত, জসীম ইউ আহমেদ, আবু তালেব চান্দু, জয়নাল আবেদীন, রাজা মিয়া, আবুল কালাম, মুরাদ মোজাদ্দেদী, মোহতাসিম বিল্লাহ দুলাল, নাজিম উদ্দিন, নবী হোসেন, আরশাদ ওয়ারেছ, মাকসুদ, দীপু, মো. আকতার, ইসকান্দর হাসেমী, সাফাজ, আবু সালেহ, সৈযদ ইসহাক, এম এ জাফর, মো. ইয়াহিয়া হোসেন, রানা তালুকদার, আমির আলী, হামিদ, আবুল হোসেন, জালাল আহমেদ, জাহাঙ্গীর হোসেন, আকতারুল আজম, হাফেজ ইদ্রিস, খায়রুর বাশার প্রমুখ।


পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও না’ত শরিফ পরিবেশনের মাধ্যমে কনভেনশন শুরু হয়।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা সৈয়দ সাইফউদ্দিন আহমেদ আল হাসানী ওয়াল হোসাইনী মাইজভান্ডারী পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)’র গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উম্মাহর আদর্শ। রাসূলে কারীম (সা.)-এর অনুসরণ, তাঁকে উসওয়া হিসেবে গ্রহণ করা ঈমানের প্রধান দাবি। রাসূলে কারীম (সা.) জীবনের সকল ক্ষেত্রে আমাদের আদর্শ। ইবাদত-বন্দেগি, আকীদা-বিশ্বাস, আচার-ব্যবহার, আদব-আখলাক, স্বভাব-চরিত্র- সকল বিষয়ে আদর্শ। আর তা ঘোষণা করেছেন স্বয়ং আল্লাহ তাআলা। তাঁর আদর্শের অনুসরণে নিজের কর্ম ও জীবনকে গড়ে তোলা আল্লাহর আদেশ, এর মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন সম্ভব হবে।
তিনি বলেন, আল্লাহর রাসূল (সা.) হচ্ছেন পবিত্র ও নির্মল জীবনের নমুনা। তাঁকে অনুসরণ করলে জীবন পবিত্র ও নির্মল হয়ে উঠবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ববাসীর জন্যে রহমত হিসেবে প্রেরণ করেন। তিনি হচ্ছেন শান্তি, নিরাপত্তা ও কল্যাণের মূর্ত প্রতীক ‘রাহমাতুল্লিল আলামিন’। পৃথিবীতে হযরত মোহাম্মদ (স.) এর আবির্ভাব উপলক্ষেই ধর্মপ্রাণ মুসলমানগণ যথাযোগ্য মর্যাদায় প্রতি বছর ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন করে থাকেন। জীবনের সকল ক্ষেত্রে মহানবীর আদর্শ বাস্তবায়নই মুক্তির পথ, প্রিয় নবী মুহাম্মাদ (সা.)কে আন্তরিক ভালোবাসাই হলো ঈমান পরিপূর্ণ হওয়ার অন্যতম শর্ত।
আল্লামা জুবায়ের আহমদ বলেন, কুরআন-সুন্নাহর নির্দেশিত পথে চলার মাধ্যমেই ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি লাভ সম্ভব।
বিশেষ মুনাজাত ও তবারক বিতরণের মাধ্যমে শেষ হয় আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএ’র পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) কনভেনশন। দেশ, জাতির কল্যাণ কামনা সহ বিশ্ব শান্তির জন্য বিশেষ দোয়া করা হয়। পরে তবারুক বিতরণ করা হয়।
আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএ’র কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা সৈয়দ জুবায়ের আহমদ এবং মহাসচিব আলহাজ্ব মোহাম্মদ সেলিম উদ্দিন অনুষ্ঠানে যোগদানের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877