স্বদেশ ডেস্ক:
নীলফামারী জেলা সদরের রামগঞ্জে একটি মার্কেটে অগ্নিকাণ্ডে ১১ দোকান ভস্মিভূত হয়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। রোববার সকাল ৭টার দিকে বাজারের রাহিতোন মার্কেটে এ দুর্ঘটনা ঘটে।
ধারণো করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুন মুর্হূতেই ছড়িয়ে পড়ে। এতে জহুরুল টেলিকম, রাসেল কম্পিউটার, মোল্লা হোটেল, তাপস টেইলার্স, কসমেটিকস, কাপড়ের গোডাউন, মুদি দোকান, সারের ও কীটনাশকের দোকান, কনফেকশনারি, পানের দোকানসহ ১১টি দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান ভস্মিভূত হয়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে নীলফামারী ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের টিম লিডার দেলোয়ার হোসেন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো সঠিকভাবে জানা যায়নি।