স্বদেশ ডেস্ক:
ক্যাপিটল হিলের অদূরে উত্তর-পূর্ব ওয়াশিংটনে সোমবার রাতে গোলাগুলিতে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
মেট্রোপলিটন পুলিশ বিভাগের প্রধান রবার্ট জে. কন্টি সাংবাদিকদের বলেছেন, আজিজ বেটস অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের বাইরে রাত সাড়ে ৮টার দিকে গোলাগুলির খবর পাওয়া গেলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখান থেকে আহত পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কন্টি আরো বলেন, গোলাগুলির কারণ এখনো জানা জায়নি, তদন্ত চলছে। ভুক্তভোগীরা একে অপরকে চিনতেন কিনা তাও তদন্ত করা হচ্ছে।
কন্টি বলেছেন, পুলিশ এই ঘটনায় হতাহতের পরিচয় প্রকাশ করেনি। শুধু বলা হয়েছে, নিহতদের সবাই প্রাপ্তবয়স্ক পুরুষ।
তিনি আরো বলেন, আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এখনো পর্যন্ত কোনো সন্দেহভাজনকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।