মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৩:৩১ পূর্বাহ্ন

বরিশালে র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

বরিশালে র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

স্বদেশ ডেস্ক: বরিশালে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সাথে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছে। নিহত যুবকের নাম মালেক ফকির (৩৫)। তিনি বরিশাল নগরীর কেডিসি এলাকার বাসিন্দা এনতাজ ফকিরের ছেলে। বৃহস্পতিবার ভোর রাতে নগরীর হরিনাফুলিয়া এলাকায় এই ঘটনা ঘটে। এদিকে নিহত মালেক ফকিরকে মাদক বিক্রেতা হিসেবে দাবি করেছে র‌্যাব।

বরিশাল কোতোয়ালি থানার ওসি নুরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার ভোরে নগরীর হরিনাফুলিয়া এলাকায় র‌্যাব-৮ এর সদস্যদের সঙ্গে একদল মাদক বিক্রেতার গোলাগুলি হয়। একপর্যায়ে অন্যরা পালিয়ে গেলেও মালেকের লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে নিহত মালেকের লাশ পুলিশের কাছে হস্তান্তর করে র‌্যাব।

নিহত মালেক একজন চিহ্নিত মাদক বিক্রেতা বলেও দাবি করেন ওসি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877