মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০৪:২৫ অপরাহ্ন

‘পাঁচ মিনিটেই আমার সব শেষ’

‘পাঁচ মিনিটেই আমার সব শেষ’

স্বদেশ ডেস্ক: গাবতলীর কোরবানির হাট মাতাতে বাহাদুর, মেসি, কালাবাবু, যুবরাজ, পালসার, বস, ভাগ্যরাজ, রাজাবাবু, জনসিনা, টাইটানিকদের মতো বিশাল আকৃতির গরু ‘টাইগার’ও এসেছিল। কিন্তু গতকাল দুপুরে তীব্র গরমে প্রায় ৩০ মণ ওজনের এ গরুটি প্রাণ হারায়। টাইগারের মালিক মেহেরপুরের গাংনী উপজেলার কেশবনগর গ্রামের আবদুর রাজ্জাক মণ্ডল।

আবদুর রাজ্জাক বলেন, ‘সকালেও গরুটি ভালো ছিল। খাওয়া-দাওয়া করছিল, গোসল করানোর পর সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু হঠাৎ দেখি গরুটি হাঁসফাঁস করছে, চোখের মণি উল্টে গেছে। ধপাস করে মাটিতে পড়ে যায়। কোনো ডাক্তার কিংবা কসাই ডাকার সুযোগও পাইনি। পাঁচ মিনিটের মধ্যেই আমার সবকিছু শেষ।’

তিনি বলেন, ‘প্রায় দেড় বছর আগে ১ লাখ ৭২ হাজার টাকা দিয়ে গরুটি কিনেছিলাম।অনেক যত্নে এটিকে লালন-পালন করেছি। আদর করে নাম দিয়েছিলাম টাইগার। বাড়িতে থাকা অবস্থায় ব্যাপারীরা গরুটির দাম পাঁচ লাখ টাকা বলেছিলেন। তবে এটির দাম কম করে হলেও ৮ থেকে ১০ লাখ টাকা। বেশি টাকায় বিক্রির আশায় নিজেই গাবতলীতে নিয়ে আসি। গরুটির মৃত্যুতে যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়ল।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877