সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ১০:২৭ অপরাহ্ন

তারেক রহমানের বিরুদ্ধে আরও ১৮-১৯টি মামলা রয়েছে : কায়সার কামাল

তারেক রহমানের বিরুদ্ধে আরও ১৮-১৯টি মামলা রয়েছে : কায়সার কামাল

স্বদেশ ডেস্ক:

বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, ‘দেশের প্রচলিত আইন-আদালত ও সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি প্রত্যেকটি মামলা আইনগত প্রক্রিয়ায় মোকাবিলা করতে চান। এখন সব মিলিয়ে তাঁর বিরুদ্ধে আরও ১৮-১৯ টি মামলা রয়েছে।’

তারেক রহমানের বিরুদ্ধে করা চাঁদাবাজির চারটি মামলা খারিজ করে যে রায় দিয়েছিলেন হাইকোর্ট, আজ রবিবার আপিল বিভাগেও তা বহাল রয়েছে। রবিবার আপিল বিভাগের এ রায়ের পর সাংবাদিকদের এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন ব্যারিস্টার কায়সার কামাল। তিনি আরও বলেন, ‘ওয়ান ইলেভেনের সরকারের সময় তারেক রহমানের বিরুদ্ধে এসব মিথ্যা চাঁদাবাজির মামলা করা হয়েছিল।’

এর আগে, আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ রবিবার চাঁদাবাজির চারটি মামলার বিষয়ে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) খারিজ করে দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877