স্বদেশ ডেস্ক: ফেনীর সামাজিক বন বিভাগের টহল দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালে অভিযান চালিয়ে অবৈধ গামার চেরাই কাঠবোঝাই একটি কাভার্ডভ্যান আটক করেছে। এই কাঠের আনুমানিক মূল্য পাঁচ লাখ টাকা।
আজ বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগের টহল দল এই অভিযান চালায়। এ সময় পালিয়ে যায় ভ্যানটির ড্রাইভার ও হেলপার।
ফেনীর সামাজিক বন বিভাগের টহল দলের ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল ভৌমিক জানান, কাঠভর্তি কাভার্ডভ্যানটি পাচারের সময় ফেনীর মহিপাল থেকে টহলদল আটক করে। আটককৃত কাভার্ডভ্যানটিতে প্রায় ৩০০ ঘনফুট কাঠ রয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ টাকা।
আটককৃত কাভার্ডভ্যানসহ অবৈধ কাঠ সামাজিক বন বিভাগ ফেনীর কার্যালয়ে রয়েছে। আদালতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।