স্বদেশ ডেস্ক:
মিসরের অভিবাসন ও প্রবাসীকল্যান মন্ত্রী নাবিলা মাকরামের ছেলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে দুই যুবককে হত্যার অভিযোগ উঠেছে। দেশটির গণমাধ্যমে এই খবর প্রকাশ পেয়েছে।
মিসরের বিভিন্ন সূত্র এরাবিয়া২১’কে জানায়, ক্যালিফোর্নিয়া রাজ্যের আরভিনে বসবাসকারী ২৬ বছর বয়সী রামি হানি মুনির ফাহিমের বিরুদ্ধে ‘তার সহকর্মী এবং একই ফ্ল্যাটে থাকা এক সঙ্গী’, দু’জনকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ আনা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে মিসরীয় দূতাবাস বিষয়টিতে হস্তক্ষেপ করেছে। তারা আশা করছে, আগামী ১৭ জুন রামি ক্যালিফোর্নিয়ার সুপ্রিম কোর্টে উপস্থিত হবেন।
ডেইলি মেইলের বরাত দিয়ে ডিস্ট্রিক অ্যাটর্নি অফিস জানায়, অভিযুক্ত রামি পেন্স ওয়েলথ ম্যানেজমেন্টের একজন কর্মচারী। তার বিরুদ্ধে গত এপ্রিল মাসে দুই যুবককে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ আনা হয়েছে। হত্যায় ব্যবহৃত অস্ত্রটি ব্যক্তিগত কাজে ব্যবহার করতেন তিনি। একাধিক ব্যক্তিকে হত্যার অভিযোগে তার মৃত্যুদণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র : মিডল ইস্ট মনিটর