স্বদেশ ডেস্ক:
মহামারী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউন শেষ হয়েছে আজ। সর্বাত্মক লকডাউনে ১৯ দিন বন্ধ ছিল দোকানপাটসহ বিভিন্ন প্রতিষ্ঠান। লকডাউন শেষে আজ থেকে সারা দেশে আবারো খুলছে দোকানপাট ও বিপণিবিতান।
বুধবার রাজধানীর বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে জানা যায়, রাজধানীর দোকানপাট ও মার্কেটগুলো খুলতে শুরু করেছে। ব্যবসায়ীরা জানান, স্বাস্থ্যবিধি মেনে বিকিকিনি শুরু করেছেন তারা।
জানা যায়, সরকারের পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত দোকানপাট ও মার্কেটগুলো খোলা থাকবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।
এর আগে মহামারী করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ২৮ জুন থেকে সীমিত আকারে বিধিনিষেধ আরোপ করে সরকার। ওই দিন থেকেই বন্ধ হয়ে যায় দোকানপাট ও মার্কেটগুলো। পরে ১ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। মাঝখানে ঈদুল আজহা উপলক্ষে ব্যবসার জন্য আট দিনের জন্য কঠোর বিধিনিষেধ শিথিল করে সরকার। তাতে ঈদের আগে ছয় দিন বেচাবিক্রির সুযোগ পান ব্যবসায়ীরা। অনেকে ঈদের দিন ও তার পরদিনও ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখেন। ২৩ জুলাই থেকে আবারো ১৪ দিনের কঠোর বিধিনিষেধ শুরু হয়। পরে সেটি বুধবার পর্যন্ত বর্ধিত করা হয়।