স্বদেশ ডেস্ক:
প্রথম টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারিয়েছে বাংলাদেশ। মাত্র ১৩১ রান করেও এত রানে জয়ের পেছনে বোলারদের কৃতিত্ব দিযেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
মঙ্গলবার বিকেলে মিরপুরে ম্যাচ শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মাহমুদউল্লাহ বলেন, ‘আমরা ড্রেসিংরুমে আলাপ করছিলাম যে স্কোরে আমাদের ১০ রান কম আছে। কিন্তু আমরা ভালো ফিল্ডিং করেছি। সবার মধ্যে জয়ের ক্ষুধাটা ছিল। সবচেয়ে বড় বিষয়, বোলাররা অসাধারণ করেছেন। প্লান অনুযায়ী তারা সঠিক জায়গায় বল করতে পেরেছে।’
প্রতিপক্ষ যত বড়ই হোক না কেন, পজিটিভ মাইন্ডসেট খুবই দরকার। বিশেষ করে আক্রমণাত্মক মনোভাব থাকা জরুরি।
মাহমুদউল্লাহ বলেন, ‘শুরু থেকেই আপনাকে অ্যাটাকিং মুডে থাকতে হবে। যা আমরা করতে পেরেছি। আর সেটা প্রথম বল থেকেই।’
প্রথম ম্যাচ জেতা গেছে। এবার দ্বিতীয় ম্যাচের পালা। মাহমুদউল্লাহর চোখ সামনের দিকে, ‘এক ম্যাচ জয়েই খুব বেশি ওপরে উঠে যাইনি। এটা অতীত। এখন আমাদের ফোকাস দ্বিতীয় ম্যাচের দিকে। পা মাটিতে রেখেই সাফল্যের দিকে আগাতে চাই।’