স্বদেশ ডেস্ক:
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন শ্যুটার জাকিয়া সুলতানা। তার অক্সিজেন স্যাচুরেশন সাধারণ অবস্থার নিচে রয়েছে এবং ফুসফুস সংক্রমিত হওয়ায় তাকে রাধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তারই ভাই মো. ফুয়াদ হোসেন।
তিনি জানান, ঈদের আগে জাকিয়া ও বাবা একসঙ্গে করোনাভাইরাসে আক্রান্ত হন। এরপর থেকে লালমনিরহাটে নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন তারা। পরে তাদের অবস্থার অবনতি হলে ঈদের দিনই ঢাকায় এনে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই আইসিইউতে আছেন জাকিয়া। আর তার বাবা একই হাসপাতালে কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।
জাকিয়ার চিকিৎসকরা জানিয়েছেন, ‘আপুর অবস্থা তেমন সুবিধার নয়। অক্সিজেন স্যাচুরেশন সাধারণ অবস্থায় ৭০–এর নিচে থাকছে। ফুসফুস ৩৫ থেকে ৪০ ভাগ আক্রান্ত। আমরা তাঁর উন্নত চিকিৎসার জন্য সরকারের সহযোগিতা ও সবার দোয়া প্রার্থনা করছি।’
২০০৯ সাল থেকে বিকেএসপিতে বেড়ে ওঠা জাকিয়া জাতীয় শুটিং প্রতিযোগিতায় অংশ নিয়ে আসছেন। ২০১৭ সালের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টের চ্যাম্পিয়ন হন তিনি। এসএ গেমসেও দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন এই শ্যুটার।