ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে হেরেই পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। গতকাল মঙ্গলবার দ্বিতীয় ম্যাচ হেরে সিরিজও খোয়ালো টাইগাররা। প্রথম ম্যাচে রান তিন শ’র কাছাকাছি গেলেও গতকাল মেহেদী হাসান মিরাজের দলকে থামতে হয়েছে ২২৭ রানেই। দলের হারের পেছনে তাই রানের ঘাটতিকেই প্রধান কারণ হিসেবে দেখছেন অধিনায়ক মিরাজ।
সেন্ট কিটসে গতকাল টসে হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ম্যাচে নূন্যতম কোনো প্রতিরোধ গড়তে পারেনি টাইগাররা। একপেশে খেলায় বড় জয় পায় ক্যারিবিয়ানরা। প্রথমে ব্যাট করতে নেমেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ১১৫ রানের মধ্যেই হারিয়ে বসে ৭ উইকেট। সেখান থেকে মাহমুদউল্লাহ রিয়াদ ও তানজিম হাসান সাকিবের ৯২ রানের জুটিতে দুই শ পার করে টাইগাররা। তবে ছোট এই লক্ষ্যমাত্রা ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডার ব্যাটাররাই পার করে ফেলেন।
সেন্ট কিটসের উইকেট বিবেচনায় প্রথম ম্যাচেই রান হয়েছিল কম। ফ্ল্যাট উইকেটে গতকালকের ইনিংস তাই ব্যাটিং বিপর্যয়ই। বিষয়টি নিয়ে ম্যাচ হারের পর মিরাজ বলেন, ‘আমরা মাঝের ওভারে ভালো ব্যাট করিনি। কোনো জুটি হয়নি। একের পর এক উইকেট হারিয়েছি। মাহমুদউল্লাহ ও (তানজিম) সাকিব ভালো খেলেছে। আমাদের ভুলেই রান করতে পারিনি।’
দারুণ আউটসুই বোলিংয়ে বাংলাদেশকে শুরুতেই চেপে ধরেন ক্যারিবিয়ান পেসার জেডন সিলস। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের প্রশংসা করে মিরাজ বলেন, ‘সিলস ও বাকিরা খুব ভালো বল করেছে, আমরা শুরুতে রান পাইনি। দ্রুত উইকেট পড়ে গিয়েছিল। তাও ভেবেছিলাম ঘুরে দাঁড়াব। আমাদের পুঁজি যথেষ্ট ছিলো না। ৩০০ রানের বেশি করা দরকার ছিলো।’
বাংলাদেশের বোলিংও গতকাল ছিল ছন্নছাড়া। তানজিম হাসান সাকিব-শরিফুল ইসলামরা লাইন-লেন্থে নিখুঁত হতে পারেননি। তবে নাহিদা রানা ভালো করেছেন। মিরাজ বলেন, ‘প্রথম ১০ ওভারে আমাদের বোলাররা খুব ভালো বল করেছে। বিশেষ করে নাহিদ রানা এই উইকেটে ভালো করেছে। পার স্কোরের থেকে কম রান সামলানো কঠিন।’
টানা ৪টি সিরিজ জয়ের পর ক্যারিবিয়ানদের বিপক্ষে হারল বাংলাদেশ। ২০১৪ সালের পর বাংলাদেশের বিপক্ষে প্রথম সিরিজ জিতল ক্যারিবিয়ানরা। হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে একই মাঠে আগামী বৃহস্পতিবার নামবে বাংলাদেশ।