শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:৫৭ অপরাহ্ন

সাকিবের মতো স্টাম্পে লাথি মারলেন ক্লাসেন, শাস্তি দিল আইসিসি

সাকিবের মতো স্টাম্পে লাথি মারলেন ক্লাসেন, শাস্তি দিল আইসিসি

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারের সিদ্ধান্ত মানতে না পেরে স্টাম্পে লাথি মেরেছিলেন সাকিব আল হাসান। এ ঘটনা তখন বেশ সারা ফেলেছিল বাংলাদেশ তথা বিশ্ব মিডিয়াতেই। এবার সাকিবের মতোই স্টাম্পে লাথি মারার কাণ্ড ঘটিয়েছেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার হেনরিখ ক্লাসেন। যে কারণে আইসিসির শাস্তিও পেতে হয়েছে তাকে।

সাকিব স্টাম্পে লাথি মারার কাণ্ডটি ঘরোয়া ক্রিকেটে ঘটালেও ক্লাসেন ঘটিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে এ ঘটনা ঘটিয়েছেন তিনি। তবে কারো ওপর রাগ থেকে তার এমন কাণ্ড নয় বরং আউটের পর মেজাজ হারিয়ে এমনটি করেছেন তিনি।

কেপ টাউনে পাকিস্তানের ৩২৯ রান তাড়া করতে নেমে প্রোটিয়াদের ব্যাটিং ব্যর্থতা শুরু হলে দলকে টানছিলেন ক্লসেন। পাঁচ নম্বরে নেমে ৪ ছক্কা ও ৮ চারে ৭৪ বলে ৯৭ রান করে আউট হন তিনি। ৪৪তম ওভারের প্রথম বল তখন। যা মানতে পারেননি ক্লাসেন। পরে তার আউটের পর প্রোটিয়ারা ম্যাচটি হারে ৮১ রানে।

নাসিম শাহকে পুল করে ক্যাচ তুলে দেন ক্লসেন। আউট হয়েই মেজাজ হারিয়ে স্টাম্পে লাথি মারেন তিনি, যা দৃষ্টি এড়ায়নি আম্পায়ারদের। পরে আম্পায়ারদের অভিযোগের ভিত্তিতে ক্লসেনকে শাস্তি দেন ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন।

আইসিসির আচরণবিধির ২.২ ধারা ভাঙার অপরাধে ক্লসেনকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সঙ্গে তার নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও।

টানা দুই জয়ে তিন ম্যাচের সিরিজটি এরই মধ্যে নিজেদের করে নিয়েছে পাকিস্তান। তৃতীয় ওয়ানডে আগামী রোববার জোহানেসবার্গে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877