বুধবার, ০৮ মে ২০২৪, ০৪:০৮ পূর্বাহ্ন

বগুড়ায় ব্যবসায়ীদের বিক্ষোভ

বগুড়ায় ব্যবসায়ীদের বিক্ষোভ

স্বদেশ ডেস্ক: সরকারি বিধিনিষেধের দ্বিতীয় দিনে স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলার দাবিতে রাজপথে নেমেছেন বগুড়ার ব্যবসায়ীরা। মঙ্গলবার দুপুরে বগুড়া ইলেক্ট্রিক, ইলেকট্রনিক্স ও কাপড় ব্যবসায়ী সমিতির নেতাকর্মী ও তাদের দোকান কর্মচারীরা বিক্ষোভ মিছিল বের করেন। তারা শহরের জিরোপয়েন্ট সাতমাথায় জড়ো হয়ে মানববন্ধন করেন। পরে তারা বিক্ষোভ মিছিল সহ জেলা প্রশাসকের কার্যালয়ে যান। সেখানে বিক্ষোভ প্রদর্শন শেষে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন। এসময় ইলেকট্রিক ব্যবসায়ী সমিতির সভাপতি জাহিদুল ইসলাম (মেলর), সাধারণ সম্পাদক জয়ন্ত চক্রবর্তী (বেবু), সহসভাপতি মতিয়ার রহমান (মানিক), সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম (সুমন), সদস্য জহুরুল ইসলাম (জহির), সোহাগ, জহুরুল, রুমন, স্বপন, রিপন, রাজ্জাক, কবির, ত্বোহা প্রমুখ। স্মারকলিপিতে ব্যবসায়ী নেতারা উল্লেখ করেন- ‘গত বছর লকডাউনে বগুড়ার ব্যবসায়ীরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবারও দোকানপাট বন্ধ থাকলে তাদের পথে বসতে হবে।

এমতাবস্থায় তারা সকল স্বাস্থ্যবিধি মেনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দোকানপাট খোলার দাবি জানাচ্ছে।’

এদিকে, লকডাউনের দ্বিতীয় দিনে এসে করোনার প্রকোপ আরও বেড়েছে। গত চব্বিশ ঘন্টায় জেলায় নতুন করে আরও ৮৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন একজন। এনিয়ে জেলা মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০ হাজার ৫৮৭ জন, মোট মারা গেছে ২৬৫ জন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877