মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০৮:১৭ পূর্বাহ্ন

সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে কেএনএ সদস্য নিহত

সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে কেএনএ সদস্য নিহত

স্বদেশ ডেস্ক

বান্দরবানের রুমার দার্জিলিং পাড়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) এক সদস্য নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেল ৫টায় সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে তিনি নিহত হন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বান্দরবানের দুর্গম রুমা উপজেলার দার্জিলিং পাড়ায় সেনাবাহিনী একটি বিশেষ অভিযান পরিচালনা করে। পাঁচটি বি টাইপ টহল দলের সমন্বয়ে বিশেষ অভিযানটি আজ বিকেল ৫টায় দার্জিলিং পাড়া এলাকা ঘেরাও করে তল্লাশি অভিযান শুরু করে। টহলদলের তল্লাশি অভিযান চলাকালে সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গুলি বিনিময়ে কেএনএ’র একজন সশস্ত্র সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

আইএসপিআর জানায়, পরবর্তী সময়ে তল্লাশি অভিযান চালিয়ে কেএনএ সন্ত্রাসীদের ব্যবহার করা বাঙ্কার, পর্যবেক্ষণ চৌকি ছাড়াও তিনটি একে-২২ রাইফেল, একটি শটগান, ৭১ রাউন্ড তাজা গুলি, শটগানের ১৫৭ রাউন্ড গুলি, বিপুল পরিমাণ বিস্ফোরক সরঞ্জাম, একটি ড্রোন, ৩টি জুম্মল্যান্ডের পতাকা ও মোবাইল ফোনসহ ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়।

উল্লেখ্য, গত ২ ও ৩ এপ্রিল বান্দরবানের রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি, অস্ত্র লুট, অপহরণ ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় রুমা ও থানচিতে ৮টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় অনেকেই গ্রেপ্তার হয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877