বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১:০৬ পূর্বাহ্ন

ফরিদুর রেজা সাগরকে ৩৫তম ফোবানা সম্মেলনে আমন্ত্রন

ফরিদুর রেজা সাগরকে ৩৫তম ফোবানা সম্মেলনে আমন্ত্রন

স্বদেশ ডেস্ক: চ্যানেল আই টেলিভিশন এবং ইমপ্রেস টেলিফিল্মের ম্যানেজিং ডাইরেক্টর ফরিদুর রেজা সাগরকে ৩৫তম ফোবানা সম্মেলনে আমন্ত্রন জানিয়েছেন সম্মেলনের কনভেনার জি আই রাসেল। গত ১৩ সেপ্টেম্বর ফরিদুর রেজা সাগরের পক্ষে এই আমন্ত্রন পত্র গ্রহন করেন চ্যানেল আই টেলিভিশন নিউইয়র্ক প্রতিনিধি রাশেদ আহমেদ।

১৩ মার্চ শনিবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ৩৫তম ফোবানা সম্মেলনের টেলিভিশন মিডিয়া পার্টনার চ্যানেল আই প্রতিনিধি রাশেদ আহমেদ এবং প্রিন্ট মিডিয়া পার্টনার বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় পত্রিকা বাংলাদেশ প্রতিদিন নিউইয়র্কে নির্বাহী সম্পাদক লাভলু আনসারের সাথে এক বৈঠকে অংশগ্রহন করেন ৩৫তম ফোবানা সম্মেলনের কনেভনার জি আই রাসেল। বৈঠকে সম্মেলনকে সফল করবার জন্য বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

বৈঠকে চ্যানেল আই টেলিভিশন পরিচালক জহির উদ্দীন মাহমুদ মামুনকেও সম্মেলনে অতিথি হিসাবে আমন্ত্রন জানানো হয়। এছাড়াও বৈঠকে বাংলাদেশের জনপ্রিয় শিল্পী রেজওয়ানা চৌধুরী বণ্যা এবং ফেরদৌস আরাকে ৩৫তম ফোবানা সম্মেলনে স্পন্সর করবার জন্য চ্যানেল আই টেলিভিশন এবং ইমপ্রেস টেলিফিল্মের ম্যানেজিং ডাইরেক্টর ফরিদুর রেজা সাগরের প্রতি অনুরোধ জানানো হয়। উল্লেখ্য, চ্যানেল আই টেলিভিশন এবং বাংলাদেশ প্রতিদিন মিডিয়া পার্টনার হিসাবে ৩৫তম ফোবানা সম্মেলনের সাথে যুক্ত রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877