বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:০৬ অপরাহ্ন

যুদ্ধবিরতি ‘লঙ্ঘন’ করে লেবাননে ইসরাইলি হামলা

যুদ্ধবিরতি ‘লঙ্ঘন’ করে লেবাননে ইসরাইলি হামলা

স্বদেশ ডেস্ক:

যুদ্ধবিরতি ‘লঙ্ঘন’করে লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

সংবাদমাধ্যমগুলো জানায়, গতকাল সোমবার লেবাননের দক্ষিণাঞ্চলীয় জেলা নাবাতিয়েহতে এ হামলা চালানো হয়।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার ইসরাইলের সীমান্ত থেকে প্রায় ১০ কিলোমিটার (ছয় মাইল) দূরে দক্ষিণ লেবাননের শহর মারজায়ুনে ইসরাইলি বিমান হামলায় একজন নিহত হয়েছে।

এদিকে হিজবুল্লাহ এর প্রতিশোধ নিতে পাল্টা হামলা চালিয়েছে। এরপর ইসরায়েল ফের সিরিজ বিমান হামলা চালালে অন্তত নয়জন নিহত হয়েছেন।

হামলার পর লেবাননের রাস্তা। ছবি: সংগৃহীত

হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে হিজবুল্লাহ প্রতিরক্ষামূলক হামলা চালিয়েছে।

গোষ্ঠীটির অভিযোগ, লেবাননজুড়ে বিমান হামলা, দক্ষিণে বেসামরিকদের উপর গুলি, লেবাননের আকাশসীমায় ড্রোন এবং জেট উড়ানোর মাধ্যমে ইসরায়েল বুধবার থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।

লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, সিরিয়ার সীমান্তের কাছে উত্তর-পূর্ব লেবাননে একটি ইসরাইলি ড্রোন সেনাবাহিনীর বুলডোজারে আঘাত করেছে। এতে একজন সেনা আহত হয়েছে।

প্রসঙ্গত, দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে চলা ইসরাইলি সেনাবাহিনী ও লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে যুদ্ধের অবসান ঘটেছে। গত ২৭ নভেম্বর যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হয়। যুদ্ধবিরতি চুক্তিতে বলা হয়েছে, ৬০ দিনের মধ্যে ইসরায়েলের সেনাকে লেবানন ছেড়ে চলে যেতে হবে। ইসরাইল লেবাননে বেসামরিক, সামরিক বা অন্যান্য রাষ্ট্রীয় লক্ষ্যবস্তুর বিরুদ্ধে আক্রমণাত্মক সামরিক অভিযান চালাবে না। লেবাননের সেনা হিজবুল্লাহ অধ্যুষিত অঞ্চলগুলিতে মোতায়েন থাকবে। কোনোপক্ষই অন্যপক্ষের ওপর আক্রমণ চালাবে না।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877