স্বদেশ ডেস্ক;
নিউজার্সিতে এক বয়স্ক পারিবারিক বন্ধুর সাথে প্রতারণা করে ১০ লাখ ডলার হাতিয়ে নেওয়া এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। আইনজীবীরা এ তথ্য জানিয়েছেন।
এলিজা রে, ২৫, নামের এলিজাভেতের ওই ব্যক্তির বিরুদ্ধে প্রতারণা, পরিচয় গোপন, জালিয়াতি, ও চুরি করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ আনা হয়েছে। আর এসব কাজ তিনি করেছেন ২০২২ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত।
গোয়েন্দারা একগুচ্ছ জাল নথিপত্র, বাণিজ্যিক ড্রাইভিং স্কুলের ছদ্মপরিচয়, জালিয়াতপূর্ণ বিবৃতির মতো নানা তথ্য পেয়েছেন। মোট ১,৬০০টি প্রমাণ ওই লোকের বিরুদ্ধে পাওয়া গেছে। এসবের মাধ্যমে তিনি মোট ১৬ লাখ ডলার আত্মসাত করেছেন।
এছাড়াও এলিজা ওই ব্যক্তির এটিএম কার্ড চুরি করে ব্যবহার করেছেন, তার অ্যাকাউন্ট থেকে চেক লিখেছেন।
এলিজাকে সোমবার তার বাসা থেকে গ্রেফতার করে ইউনিয়ন কাউন্টি কারাগারে পাঠানো হয়েছে।