স্বদেশ ডেস্ক: মামির সঙ্গে গোপন সম্পর্ক রয়েছে- এমন মিথ্যা অপবাদ সইতে না পেরে আত্মহত্যা করেছেন সাদিকুর রহমান আনান (২২) নামে এক তরুণ। গতকাল শনিবার সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সদরের ভাটি তাহিরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাদিকুর রহমান আনান ওই গ্রামের আব্দুল আহাদের ছেলে। গতকাল নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
জানা গেছে, সাদিকুর রহমান আনান তার মামাতো দুই ভাইকে প্রাইভেট পড়াতেন। দৈনন্দিন যাতায়াতের কারণে আনানের নিজের মামাই তার স্ত্রীর সঙ্গে ভাগ্নের গোপন সম্পর্ক রয়েছে বলে অপবাদ দেন। মামা শাহনশাহর এমন অপবাদ সইতে পারেননি আনান। পরে গতকাল বিকেলে নিজের ঘরের আড়ার সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। পরে স্বজনরা তাকে ঝুলতে দেখে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল লতিফ তরফদার ঘটনা নিশ্চিত করেন। জানান, নিহতের লাশ ময়নাতদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।