সোমবার, ০৬ মে ২০২৪, ১০:৫৬ পূর্বাহ্ন

মোংলায় বিএনপির মেয়রসহ ১৩ প্রার্থীর ভোট বর্জন

মোংলায় বিএনপির মেয়রসহ ১৩ প্রার্থীর ভোট বর্জন

স্বদেশ ডেস্ক:

ভোট শুরুর সঙ্গে সঙ্গেই প্রতিটি কেন্দ্রে দখল, এজেন্টদের বের করে দেয়া, ভোটারদের বাধাসহ নানা অনিয়মের অভিযোগ তুলে বাগেরহাটের মোংলা পৌরসভায় বিএনপির মেয়র ও ১২ কাউন্সিলর প্রার্থী নির্বাচন বর্জন করেছেন।

শনিবার সকাল ৮টার দিকে ভোটগ্রহণ শুরু হয়। এর ২ ঘণ্টার মাথায় সকাল ১০টায় ভোটবর্জনের ঘোষণা দেন প্রার্থীরা।

পৌর শহরের মাদ্রাসা রোডে বিএনপির মেয়র প্রার্থী মো. জুলফিকার আলী নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে ভোটবর্জনের ঘোষণা দেন।

এসময় তিনি অভিযোগ করে বলেন, ভোট শুরুর সঙ্গে সঙ্গেই প্রতিটি কেন্দ্রে দখল করে নেয় আওয়ামী সমর্থকরা। তারা ভোটারদেরকে প্রকাশ্যে ভোট দিতে এবং সাধারণ ভোটারদেরকে বাধা দিতে থাকে।  এ ছাড়া প্রতিটি কেন্দ্রে তার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।

কাউন্সিলর প্রার্থী মো. হোসেন ও আলাউদ্দিন অভিযোগ করে বলেন, ভোটারদের উপস্থিতি ভালো থাকলেও তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে দেওয়া হয়নি। জোর করে তাদের ভোট নেওয়া হয়েছে।

কাউন্সিলর প্রার্থী এমরান হোসেন বলেন, ভোটের অনিয়ম তুলে ধরায় প্রেসক্লাব সভাপতিসহ মিডিয়ার অনেক ভাইকেও লাঞ্ছিত করা হয়েছে।

এ সময় প্রশাসনের সহযোগিতা চেয়েও তিনি পাননি।  ভোটের আগের দিন রাতভর তার কর্মী-সমর্থকদের বাড়িতে দুর্বৃত্তরা হামলা ও মারধর করেছে বলেও দাবি করেন তিনি।

এ সময় বিএনপি সমর্থিত অন্যান্য কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877